সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

অর্থবহ, সুন্দর বাংলা শব্দের নাম হোক শিক্ষা প্রতিষ্ঠানের : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
৪ মার্চ ২০২১ ২০:১২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৪:৫৭

 

আসুন দশটি ফুলের নামের সাথে পরিচিত হই-

১) কাঁঠালচাঁপা, ২) হাসনাহেনা, ৩) উদয়পদ্ম, ৪) নীলমনি লতা, ৫) বৈঁচি, ৬) মহুয়া, ৭) মাধবিলতা, ৮) কাশ ৯) জবা, ১০) শাপলা

এবার ১০টি নদীর নামের সাথে পরিচিত হই-

১) পদ্মা, ২) মেঘনা, ৩) সুরমা, ৪) গড়াই, ৫) মধুমতী, ৬) ধানসিঁড়ি, ৭) যমুনা, ৮) কুমার, ৯) ধলেশ্বরী ১০) হরিণঘাটা

চমৎকার চমৎকার এসব শব্দের সংগে পরিচিত হবার পর এবার চলুন পরিচিত হই এদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নামের সাথে।

১) চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২) ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩) বোদা মহিলা মহাবিদ্যালয়, ৪) সোনাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫) নাকফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬) কুকুর মারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭) চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮) মারা দেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯) মানুষ মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০) দুধ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

একটি দেশে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এ ধরণের  কেন হবে? স্বাধীনতার আগে থেকে নানা কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন শ্রুতিকটু নাম।

মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে।  জানা যায়, একবার নিলফামারির এই এলাকায় কলেরায় অনেক মানুষ মারা যায়। এরপর থেকে এই এলাকার নাম মানুষমারা। এলাকার নামানুসারেই বিদ্যালয়ের নাম মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তবে গত  বছর এক প্রজ্ঞাপনের মাধ্যমে মানুষমারা থেকে এই বিদ্যালয়ের নাম হয়েছে " মানুষ গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।"

ব্রিটিশ আমল থেকে শিক্ষা প্রতিষ্ঠান  এবং এলাকার নামগুলো এমন চলে আসছে। আমরা ঘটা করে একুশে ফেব্রুয়ারি  আন্তর্জাতিক মাতৃভাষাদিবস এবং শহিদ দিবস পালন করি অথচ  শুনতে খারাপ লাগে এমন শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো পরিবর্তনে সচেষ্ট হই না।

আশার কথা হলো, কর্তৃপক্ষ আপত্তিজনক প্রতিষ্ঠানের নামগুলো জানতে চেয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। হযতো এবার পরিবর্তন আসবে এইসব নামে। কিছুদিন পরেই আমাদের স্বাধীনতার সুবর্ন জয়ন্তী। এই দিনে নামগুলো পরিবর্তন হলে স্মরণীয় হতো বিষয়টি।

দীর্ঘকাল ধরে হবে, হচ্ছে এমনটি যেন না হয় এটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন।  

ছবিঃ ইন্টারনেট থেকে

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top