সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


ফেলনা পোস্টার দিয়ে মহান কাজ করার উদ্যোগ


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৩

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: জানুয়ারি মাসে শেষ হয়েছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। দুই সিটি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গিয়েছিল ঢাকা। মাথার ওপরে তাকালে এসব পোস্টার ছাপিয়ে উঁচু দালান বা আকাশ দেখাও কঠিন হয়ে পড়ে নগরবাসীর জন। এখন এই পোস্টার সরানোর কথা বলছেন সবাই। তবে, ফেলনা পোস্টারগুলো দিয়ে একটি মহান কাজ করার উদ্যোগ নিয়েছেন একদল স্বেচ্ছাসেবী।

সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন গতকাল রোববার থেকে বিভিন্ন এলাকার নির্বাচনী পোস্টার সংগ্রহের কাজ শুরু করেছে। তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছে, এসব পোস্টার-লিফলেট খাতা, ঠোঙা ও প্যাকেট বানানোর কাজে ব্যবহার করা হবে।

প্রতিষ্ঠানটির ঢাকা শাখার প্রধান সালমান খান বলেন, এসব পোস্টার দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এতিম ও অসচ্ছল শিশুদের জন্য খাতা তৈরি করা হবে। স্বেচ্ছাসেবকদের পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর সিটি করপোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

এই ‘অপ্রয়োজনীয়’ জিনিস প্রয়োজনীয় করার ভাবনা প্রসঙ্গে সালমান আরো বলেন, ‘আমরা বিদ্যানন্দের চ্যারিটিকে শিক্ষার পর্যায়ে নিয়ে যেতে চাই। অর্থাৎ, এই ফাউন্ডেশন এমন একটা প্রতিষ্ঠান হোক, যেখান থেকে মানুষ চ্যারিটির আইডিয়া পাবে। আমাদের পক্ষে হয়তো সব পোস্টার সংগ্রহ করা সম্ভব হবে না। কিন্তু আরও যাঁরা অসহায় মানুষের জন্য কাজ করেন, তাঁরাও তাঁদের নিজ এলাকা থেকে এভাবে পোস্টার নিয়ে তা কাজে লাগাতে পারেন।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top