সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৩০


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:১১

আপডেট:
১০ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৪

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার পলাশবাড়ীতে বাবা-ছেলেসহ গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত পক্ষে ৩০ জন। জেলাভিত্তিক নিম্নে সকল দূর্ঘটনার খবর উল্লেখ করা হলো-

চকরিয়া (কক্সবাজার): ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ফেনী থেকে কক্সবাজারমুখী স্টার লাইন নামের ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে ও সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম (৪৪) এবং তার ছেলে ইউনিক কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহি (৯)। মমিনুল ইসলাম পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলার প্রফেসর পাড়ায় বসবাস করতেন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী নেওয়া পরে তার মৃত্যু হয়। এ সময় আবদুর রহিমের ছোট ভাই মানিক হোসেনও আহত হন। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার যাদৈয়া নামক স্থানে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবদুর রহিম ও আহত মানিক সদর উপজলোর লাহারকান্দি গ্রামের ফজলুল করিমের ছেলে।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী এনা পরিবহনের বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘির দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাভার্ড ভ্যানচালক চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার সোবহানবাগ গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে আবদুল কাদের (৪৬) এবং বাসের সুপারভাইজার ঢাকার মিরপুর পল্লবীর আবদুল হাকিম সরকারের ছেলে মো. রাসেল (৩৫)।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরও পাঁচজন। শুক্রবার সন্ধ্যায় রত্নাপালং ইউনিয়ন পরিষদের সামনে ভালুকিয়াগামী অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত নারী ভালুকিয়া গ্রামের অমূল্য বড়ুয়ার স্ত্রী ঊষা বড়ুয়া (৩৮)।

নীলফামারী: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে পিকআপের ধাক্কায় লুৎফর রহমান (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে চিলাহাটি-আমবাড়ি সড়কের বটতলী মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত লুৎফর রহমান চিলাহাটি মাস্টার পাড়ার শুকুরু মিয়ার ছেলে এবং ৩ মেয়ের জনক। তিনি পেশায় একজন ঘটক। এ ঘটনায় পিকআপচালক মো. রুবেলকে (২০) আটক করেছে পুলিশ। রুবেল পঞ্চগড় জেলার কাজিরহাট ভেতর গড়ের বাসিন্দা।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. শফি (৭৫) ওরফে কর্নেল শফি নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শনিবার শীতলপুর বগুলা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় তিনি নিহত হন। নিহত শফি বগুলা বাজার এলাকার মৃত মাজেদ মিয়ার ছেলে।

ঢাকা: ঢাকার নবাবগঞ্জে মাটিভর্তি মাহেন্দ্রা গাড়ির চাকায় পিষ্ট হয়ে সিনহাত (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দক্ষিণ মেলেং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনহাত ওই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। সিনহাত হেঁটে চাচার বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তার পাশদিয়ে যাওয়ার সময় মাটিভর্তি মাহেন্দ্রা গাড়ি তাকে সিনহাতকে চাপা দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top