সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বাহী বাস খাদে, আহত ৩২


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৬

আপডেট:
৭ মে ২০২৪ ০৫:৪১

ফাইল ছবি

প্রভাত ফেরী: সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩২জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় হাটহাজারীর মুনিয়া পুকুর পাড় এলাকায় এঘটনা ঘটে।আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ঘটনার খবর পেয়েই আমরা স্পটে পৌঁছাই। এতে তুলনামূলক কম আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে এবং গুরুতর আহতদের সিএমসিতে পাঠানো হয়েছে। চালকের ভুলে দূর্ঘটনাটি ঘটতে পারে,তবে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ উদঘাটন করা হবে।

স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুরের চেয়ারম্যানঘাটা এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top