সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


জর্ডানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫০

আপডেট:
৮ মে ২০২৪ ০৬:০৬

 

প্রভাত ফেরী: মধ্যে প্রাচ্যের দেশ জর্ডানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৮০টি বৈদেশিক মিশন থেকে ই-পাসপোর্টের সেবা প্রদান সরকারি পরিকল্পনার অংশ হিসেবে জর্ডানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত নাহিদা সোবহানের সভাপতিত্বে আয়োজিত ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন- বাংলাদেশের জনগন এখন প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন। এরই মধ্যে জর্ডানসহ ১১টি বৈদেশিক মিশন থেকে ই-পাসপোর্ট সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জর্ডানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আসাদুজ্জামান খাঁন কামাল।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী এবং সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও দূতাবাসের কর্মকর্তারাসহ অনেক প্রবাসী বাংলাদেশি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top