সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ার স্কিলড মাইগ্রেশন ভিসার পয়েন্ট পদ্ধতিতে আসছে পরিবর্তন


প্রকাশিত:
১৫ জুন ২০১৯ ১৯:১৭

আপডেট:
৯ মে ২০২৪ ১৩:৫৭

অস্ট্রেলিয়ার স্কিলড মাইগ্রেশন ভিসার পয়েন্ট পদ্ধতিতে আসছে পরিবর্তন

অস্ট্রেলিয়ায় যারা পেশাগত দক্ষতার ভিত্তিতে অভিবাসনের জন্য ভিসার আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য প্রযোজ্য নিয়মাবলীর মাঝে চলতি বছরের নভেম্বর মাস থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন এ নিয়মের ফলে যারা ভিসা আবেদনকারীর বৈবাহিক অবস্থার উপর ভিত্তি করে আবেদনের ফলাফলে বড় ধরণের প্রভাব পড়তে পারে।



নতুন এ নিয়ম অনুযায়ী স্কিল মাইগ্রেশনের জন্য আবেদনকারী ব্যক্তি যদি অবিবাহিত তথা একা নিজের ভিসার জন্য আবেদন করেন তাহলে তার আবেদনকে প্রাধান্য দেয়া হবে। পাশপাশি কেউ যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী যদি নির্ধারিত পরীক্ষার মাধ্যমে ইংলিশ ভাষায় দক্ষতার প্রমাণ দেয়ার পাশাপাশি অন্যান্য পয়েন্টও অর্জনের সক্ষমতা রাখেন, তাহলে তার ভিসা আবেদন এই প্রাধান্য পাবে। এই নতুন নিয়মের ফলে ভিসা সাবক্লাশ ১৮৯ এবং ১৯০ এর অধীনে আবেদনকারীদের ফলাফলে তারতম্য ঘটবে।



বর্তমানে ভিসা আবেদনকারীর স্বামী বা স্ত্রী যদি ইংলিশ দক্ষতা দেখাতে পারেন তাহলে তিনি বাড়তি পয়েন্ট পেয়ে থাকেন। নভেম্বর ২০১৯ থেকে কার্যকর হতে যাওয়া এ নিয়মে স্বামী বা স্ত্রী ইংলিশ ভাষায় দক্ষতা দেখাতে পারলেও যদি পার্টনার হিসেবে নতুন প্রণীত নিয়মের অধীনে পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হন তাহলে মূল আবেদনকারী এ বাড়তি পয়েন্ট আর পাবেন না।



নতুন এ নিয়মের ফলে সরাসরি উপকৃত হবেন যারা অবিবাহিত অবস্থায় ভিসার আবেদন জমা দেবেন। তারা যেন পয়েন্ট অর্জনের ক্ষেত্রে পিছিয়ে না পড়েন বা বৈষম্যের শিকার না হন এ জন্য তাদেরকে স্বয়ংক্রিয়ভাবেই পেশাগত দক্ষ পার্টনারের জন্য প্রযোজ্য বাড়তি পয়েন্ট দেয়া হবে। নতুন এ নিয়মের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেলেও স্বামী বা স্ত্রীর দক্ষতা সংশ্লিষ্ট পয়েন্ট পাওয়ার জন্য ঠিক কি ধরণের নীতিমালা প্রয়োগ করা হবে তার বিস্তারিত এখনো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রকাশ করেনি।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top