সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


জাপানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৪ ১০:৩২

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৫


জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ুশু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) রয়টার্সকে জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। পশ্চিমের প্রধান দ্বীপ কিউশুতে মিয়াজাকি থেকে দূরে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।


আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, মিয়াজাকিতে ইতিমধ্যেই ৫০ সেমি (২০ ইঞ্চি) পর্যন্ত উচ্চতর তরঙ্গ লক্ষ্য করা গেছে।


দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। পাশাপাশি সরকার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি পরীক্ষা করছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top