সিডনী মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


অধিবেশন চলাকালীন তুরস্কের আইনপ্রণেতারা পার্লামেন্টে মারামারিতে জড়িয়ে পড়েন


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৪ ১২:৫৫

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৬

 

অধিবেশন চলাকালেই পার্লামেন্টের ভেতর মারামারিতে জড়ালেন তুরস্কের আইনপ্রনেতারা। শনিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার এক বিরোধী নেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তোলপাড়। সেখান থেকেই মারামারির সূত্রপাত। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিও। ভিডিওতে দেখা যায়, বিরোধী রাজনীতিক আহমেত সিকের দিকে তেড়ে যান ক্ষমতাসীন একেপি’র কয়েকজন আইনপ্রণেতা। এরপর মারামারি শুরু হলে অংশ নেন অন্যরাও। এতে, আহত হয়েছেন কমপক্ষে ২ জন। এর আগে, ২০২২ সালে, সরকার বিরোধী বিক্ষোভে উসকানি দেয়ার অপরাধে ক্যান আতালে নামের একজনকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলো।
জেলে থাকা অবস্থায়, গত বছর ওয়ার্কার্স পার্টি অব তুর্কির হয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। এই এমপির সাজার কড়া সমালোচনা করেন আহমদে সিক। বলেন, এরদোগানের দল একটি সন্ত্রাসী সংগঠন। তার এমন মন্তব্যের পরই বাগযুদ্ধ গড়ায় মারামারিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top