সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


প্রাণঘাতী করোনাভাইরাস: সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশি আক্রান্ত


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৭

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩১

ফাইল ছবি

প্রভাত ফেরী: সিঙ্গাপুরে আরও দুজন বাংলাদেশির শরীরে নতুন করোনা ভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)।

 বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট চার প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেন।

এর আগে গত মঙ্গলবার ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি এলাকায় কাজ করতেন। তারও আগে গত শনিবার একই স্থানে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম যিনি শনাক্ত হয়েছিলেন, দ্বিতীয় শনাক্ত হওয়া ব্যক্তি তার সংস্পর্শেই ছিলেন।

তিনি জানান, এই দুই রোগীর সংস্পর্শে ছিলেন এমন ১৯ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি।

আইইডিসিআর’র পরিচালক বলেন, ওখানে কাজ করতেন ওখান থেকেই তারা আক্রান্ত হয়েছেন। ওখানে আরো কয়েকজন আক্রান্ত হয়েছে। এটা নিশ্চিত তারা সিঙ্গাপুর থেকেই আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে যাদের কারো মধ্যেই করোনার উপস্থিতি নেই বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top