সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


ম্যাচ শুরু হতেই ৩২ সেকেন্ডে গোল! তবুও পরাজয়


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০২:০১

আপডেট:
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০২:১৫

 

প্রভাত ফেরী: ম্যাচ শুরু হতে না হতেই গোল! মাত্র ৩২ সেকেন্ডের মাথায় উচ্ছ্বাস জুভেন্টাস শিবিরে। কিন্তু সেই উচ্ছ্বাস শেষ পর্যন্ত টেকেনি। স্বপ্নিল শুরুর পরও যে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই দুসান ভ্লাহোভিচের গোল করার উপলক্ষ রাঙাতে পারেননি তার সতীর্থরা। শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।

অথচ গ্যালারিতে দর্শকরা নড়েচড়ে বসার আগেই এগিয়ে গিয়েছিল জুভরা। দানিলোর লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে ডান পায়ে চোখ ধাঁধানো এক গোল করেন ভ্লাহোভিচ।

৩২ সেকেন্ডের এই গোল চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে দ্রুততম গোলের রেকর্ড গড়েছে। ৩৮ সেকেন্ডে গোল করে আগের রেকর্ডটি ছিল সাবেক জার্মান মিডফিল্ডার আন্দ্রেয়াস মোলারের।

শুরুতেই গোল হজম করে আক্রমণের ধার বাড়ায় ভিয়ারিয়াল। ত্রয়োদশ মিনিটে সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর বাঁ পায়ের শট গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিকে পরাস্ত করলেও বল পোস্টে আটকে যায়।

দ্বিতীয়ার্ধেও চাপ অব্যাহত রাখে স্বাগতিকরা। অবশেষে ৬৬তম মিনিটে সমতায় ফেরে ভিয়ারিয়াল। সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে চোখের পলকে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার দানি পারেহো।

৮৫ মিনিটে ভ্লাহোভিচের সামনে সুযোগ এসেছিল জুভেন্টাসকে ফের এগিয়ে নেওয়ার। কিন্তু দূর থেকে তার নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে আটকে দেন ভিয়ারিয়ালের আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে লিলকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের পথে অনেকটা এগিয়ে গেছে শিরোপাধারী চেলসি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top