সিডনী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


রিয়ালের হয়ে মাঠে কবে এমবাপ্পে


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৪ ১১:২৮

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩০

এমবাপ্পে

 

কয়েক মৌসুমের নাটকীয়তার পর কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। গত জুনে ফ্রি ট্রান্সফারে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন এই ফরাসি তারকা। কদিন আগে সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে বরণও করে নেওয়া হয়েছে তাঁকে। এখন অপেক্ষা তাঁর মাঠে নামার।
রিয়ালের জার্সিতে এমবাপ্পেকে খেলতে দেখার অপেক্ষায় আছেন অসংখ্য সমর্থকও; কিন্তু প্রশ্ন হচ্ছে এমবাপ্পে মাঠে নামবেন কখন? কবে হবে তাঁর স্বপ্নের অভিষেক? জানা গেছে, এমবাপ্পে রিয়ালে যোগ দিলেও তাঁকে ২৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া প্রাক্‌–মৌসুম সফরের স্কোয়াডে রাখা হয়নি। প্রাক্‌–মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে স্প্যানিশ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নরা প্রীতি ম্যাচ খেলবে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির সঙ্গে। তবে এই ম্যাচগুলোর জন্য এমবাপ্পেকে বিবেচনা করেনি রিয়াল।
এর আগে ইউরোর প্রথম ম্যাচে ফ্রান্সের হয়ে খেলার সময় নাক ভেঙে যায় এমবাপ্পের। এরপর সেমিফাইনালের আগপর্যন্ত ম্যাচগুলোয় বিশেষ মাস্ক পরে খেলতে দেখা যায় তাঁকে। বর্তমানে সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর্যায়ে আছেন তিনি।
রিয়ালের প্রাক্‌–মৌসুম প্রস্তুতির শুরু থেকে না থাকলেও আগামী ৭ আগস্ট এমবাপ্পে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। একই সময়ে রিয়ালে যোগ দেবেন অরেলিয়েঁ চুয়ামেনি, ফেরলাঁ মেন্দি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। এমবাপ্পের সঙ্গে সর্বশেষ ইউরোয় ফ্রান্সের হয়ে সেমিফাইনালে খেলেছেন।
এমবাপ্পের দলের সঙ্গে শুরু থেকে না থাকার সিদ্ধান্তটা যতটা না ক্লান্তির, তার চেয়ে বেশি চোটের। ক্লাব কর্তৃপক্ষ, কোচ কার্লো আনচেলত্তি এবং এমবাপ্পে মিলেই নাকি সিদ্ধান্ত নিয়েছেন যে, পুরোপুরি সেরে ওঠার পরই দলের হয়ে মাঠে নামবেন তিনি।
এদিকে ৭ আগস্ট দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার পর, পরের সপ্তাহেই এমবাপ্পের অভিষেক হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪ আগস্ট আতালান্তার বিপক্ষে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে উয়েফা সুপার কাপের ম্যাচে এই ফরাসি তারকাকে মাঠে নামাতে পারেন আনচেলত্তি। এই খবর সত্যি হলে রিয়ালের হয়ে প্রথম ম্যাচেই শিরোপা জয়ের সুযোগ থাকবে এমবাপ্পের। এর আগে পাঁচবার সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল।
রিয়ালে নিজের অভিষেক নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। তাঁরাই বলবেন কখন আমি ফিরতে পারব। আমরা এরই মধ্যে ফিটনেস কোচ আন্তোনিও পিন্তুসের সঙ্গে কথা বলে প্রাক্‌–মৌসুমের কার্যসূচি ঠিক করেছি। এই মৌসুম অনেক দীর্ঘ হবে। আমাদের বিশেষ প্রস্তুতি দরকার। দেখা যাক, চিকিৎসকেরা কী করেন। অবশ্যই আমি সুপার কাপ খেলতে চাই। বাকিটা কোচের ওপর নির্ভর করছে। আমি প্রস্তুত হওয়ার কাজ চালিয়ে যাচ্ছি।’
শেষ পর্যন্ত এমবাপ্পে যদি উয়েফা সুপার কাপে খেলতে না পারেন, তাহলে রিয়ালের জার্সিতে তাঁর অভিষেকের অপেক্ষা আরও বাড়বে। সে ক্ষেত্রে তাঁকে লা লিগা মৌসুম শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ১৮ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শুরু করবে রিয়াল।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top