সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


শ্রেষ্ঠ তরুন সংগঠক হিসেবে সম্মননা পেলেন অাইজিদ অারাফাত অরূপ


প্রকাশিত:
৩০ জুলাই ২০১৮ ০২:১৫

আপডেট:
৯ মে ২০২৪ ১১:৩৬

শ্রেষ্ঠ তরুন সংগঠক হিসেবে সম্মননা পেলেন অাইজিদ অারাফাত অরূপ

মাহমুদ অাল হাসান (রাফিন)অতিথি লেখক,স্বদেশবার্তাঃ নীলফামারী জেলা থেকে বহুল প্রকাশিত সাপ্তাহিক জল-সমাচার সংবাদ পত্রের বর্ষপূর্তি ও অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ তরুন সংগঠক ক্যাটাগরিতে সিডনী অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী টাউন ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক ও অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত  স্বদেশবার্তার ব্যবস্হাপনা সম্পাদক  অাইজিদ অারাফাত  

অরূপ কে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়।



উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নীলফামারী ৩ অাসনের সাংসদ,শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য  অধ্যাপক গোলাম মোস্তফা,বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী জেলা পারিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  জয়নাল অাবেদীন।





বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক(কল্যান ও পূর্নবাসন)  ও কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী সরকার ফারহানা অাক্তার সুমি,সৈয়দপুর উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র অাখতার হোসেন বাদল,জলঢাকা উপজেলা চেয়ারম্যান সৈয়দ অালী,জলঢাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোস্তাফিজার রহমান প্রমুখ। 





অাগামী দিনে সাপ্তাহিক জল-সমাচার পরিবারের জন্য দিকনির্দেশক বক্তব্য প্রদান করেন অালোচকবৃন্দ। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তরুন নেতৃত্বগুণ ও সমাজ তথা উন্নয়নে তরুনদের ভুমিকা অালোচোনা করা হয়।



অাইজিদ অারাফাত অরূপ স্বদেশবার্তাকে জানায়,"সমাজ ও দেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের সপক্ষে থেকে যতটুকু করা যায় তা করছি ও ভবিষ্যৎকালে তা অব্যাহত থাকবে। জল-সমাচার পরিবার কতৃক সম্মাননা অামার সেবার মানসিকতা অার ও বৃদ্ধি করবে"।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top