সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


সিডনী বাংলা উমেন্স নেটওয়ার্কের উদ্যোগে

বাংলাদেশী স্পেশ্যাল বাচ্চাদের মায়েদের নিয়ে নেটওয়ার্কিং এবং সাপোর্ট সিস্টেমের আয়োজন


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২০

আপডেট:
৭ মে ২০২৪ ০৪:২৭

 


আগামি উনিশে মার্চ রবিবার দুপুর চারটা থেকে ব্ল্যাকটাউন এর বাঙ্গারাবি রিসোর্স কমিউনিটি হাবে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো স্পেশ্যাল বাচ্চাদের মায়েদের নিয়ে একটি ইভেন্ট করতে যাচ্ছে সিডনী বাংলা উমেন্স নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ায় বাংলাদেশী স্পেশ্যাল বাচ্চাদের মায়েদের নিয়ে নেটওয়ার্কিং এবং সাপোর্ট সিস্টেম শুরু করার উদ্যোগ নিয়ছে এই সংগঠনটি।

অটিজম নিয়ে লেখালেখির মাধ্যমে নির্দ্বিধায় অবিচল ভাবে বাংলাদেশী কমিউনিটির মায়েদেরকে দীর্ঘদিন ধরে মানসিক সাপোর্ট দিয়ে আসা নুদরাত লোহানি নবীর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে স্পেশ্যাল বাচ্চাদের মায়েরা তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলবে। এছাড়া ডাক্তার, মনোবিশেযজ্ঞ, NDIS সার্ভিস দাতাদের নিয়ে একটি আলোচনা এবং প্রশ্ন উত্তর সেশনও থাকছে।

আমাদের সমাজের অনেকেই এখনো নিজের অথবা পরিবারের অন্যকোনো বাচ্চার অটিজমটাকে সহজ ভাবে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে মানসিক ভাবে প্রস্তুত হতে সমস্যায় পড়ছেন। যে কারনে ঠিক সময় মতো চিকিৎসা, থেরাপি এবং মানসিক সাপোর্ট না পাওয়ার কারনে ঝুকির মুখে থাকছে বাচ্চাটির বাকিটা জীবন। "সিডনী বাংলা উমেন্স নেটওয়ার্ক "এর সভাপতি ডাঃ নাহিদ সায়মা বলেন "শুধুমাত্র আর্লি ইন্টারভেনশন এবং মায়েদের কাছে প্রপার ইনফরমেশন পৌঁছানোর মাধ্যমেও আমরা আমাদের পরের প্রজন্মের অনেক বাচ্চাকেই উপহার দিতে পারি স্বাভাবিক একটা জীবন গঠন - সাথে সাথে আমাদের এইসব মায়েদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতেও সাহায্য করতে পারি একজন আর একজনের পাশে থেকে।"

উল্লেখ্য গত বছরের শেষের দিকে সিডনী ওয়েস্ট এর বেশ কয়েকজন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এর প্রফেশনাল প্রবাসী বাংলাদেশী মহিলাদের সমন্বয়ে গঠন করা হয় "সিডনী বাংলা উমেন্স নেটওয়ার্ক" নামে এই নন প্রফিট ভলানটারি অর্গানাইজেশনটি। বিশেষত সিডনীর বাংলাদেশী কমিউনিটির মহিলাদের প্রথম চাকুরীর অভিজ্ঞতা, সুযোগ সুবিধাসহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়া, সমাজের বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাহায্য, স্পেশাল বাচ্চাদের মায়েদের নেটওয়ার্কিং এবং সাপোর্ট সহ আরো বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল।

ডাঃ নাহিদ সায়মা সমাজের সকল শুভানুধ্যায়ীদেরকে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top