সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


সিডনিতে সেরা মা নুসরাত জাহান স্মৃতি


প্রকাশিত:
২০ মে ২০১৮ ০২:০৮

আপডেট:
৯ মে ২০২৪ ১৪:৫৮

সিডনিতে সেরা মা  নুসরাত জাহান স্মৃতি

বিশ্ব মা দিবস উপলক্ষে সিডনির বাংলাদেশী কমিউনিটিতে গত ১৩ মে ২০১৮ ‘গো ইভেন্টস অস্ট্রেলিয়া’ একটি মনোজ্ঞ আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করে । সিডনির রকডেলস্থ পালকি ফাংশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কাউন্সিলর নাজমুল হুদা সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হলভর্তি দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৮ সালের জন্যে বিভিন্ন দিকে কৃতিত্ব বিবেচনায় ‘বেষ্ট মাদার অব দি ইয়ার’ পুরষ্কার প্রদান করা হয় সঙ্গীত, আবৃত্তি ও বাচিক শিল্পী নুসরাত জাহান স্মৃতিকে।



বাংলাদেশে নুসরাত জাহান স্মৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকবিজ্ঞান বিভাগে অনার্স, মাস্টার্স ও ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি এড ও এম এড ডিগ্রী নিয়ে একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন সঙ্গীত ও আবৃত্তিতে জাতীয় পুরষ্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হলের শ্রেষ্ঠ ক্যাডেট সার্জেন্ট পুরষ্কারে ভূষিত হওয়া ছাড়াও তিনি শিক্ষাজীবনে কলেজ, বি এড ও এম এড পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন ছিলেন। ঢাকায় লিও ক্লাব অফ গোল্ডেন স্টার এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বিভিন্ন সেবামুলক কাজেও জড়িত ছিলেন। এখনো সে ধারা অব্যাহত রেখে তিনি অস্ট্রেলিয়াতে ক্যান্সার রোগীদের সাহায্যার্থে ফান্ড রেইজিং এর কাজ করে যাচ্ছেন। সাউথ অস্ট্রেলিয়ার একটি বাংলাদেশী কমিউনিটি সংগঠন SABCA ’র  ২০১৩-১০১৪  সালে কালচারাল সেক্রেটারি ও বাংলাদেশী কমিউনিটির একটি বাংলা স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।



তাঁর মেয়ে সিলেকটিভ ক্লাসের মেধাবী ছাত্রী নাবিলা স্রোতস্বিনী  মায়ের আদর্শ অনুসরণ করে সিডনির বাঙালি কমিউনিটিতে সঙ্গীত শিল্পী হিসেবে বিশেষ ভাবে পরিচিত। নাবিলা সাউথ অস্ট্রেলিয়ার ‘Festival of Music Choir’ এ ৬০০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে একমাত্র বাংলাদেশী হিসেবে একক সঙ্গীত পরিবেশন করার কৃতিত্ব অর্জন করে। ২০১৭ সালে নাবিলা বাংলা কমিউনিটির ‘দিগন্ত কালচারাল ট্যালেন্ট কম্পিটিশন’ এ সিডনি, নিউ ক্যাসেল ও ক্যানবেরা থেকে আগত প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বি গ্রুপের সঙ্গীত বিভাগে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। নাবিলা ২০১৮ সালের ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশীপে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে ফাইনালে ৭৪ টি দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্যে ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আমেরিকার টেক্সাসে অবস্থান করে। এ ছাড়া নাবিলা তার স্কুলে বরাবর প্রতিবছর Excellency Award অর্জন করা ছাড়াও ২০১৭ তে স্কুল থেকে অতি সম্মানিত ‘জুনিয়র সিটিজেনশীপ এওয়ার্ড’ও অর্জন করে।



নুসরাত জাহানের ছেলে ইয়ার সেভেনের মেধাবী সিলেকটিভ ক্লাসের ছাত্র সাদমান স্বপ্নীলও স্কুল লিডার, পাবলিক স্পীকার ও সকার খেলোয়াড় হিসেবে সবার প্রশংসা পেয়ে আসছে। ২০১৭ সালে স্বপ্নীল নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অফ এজুকেশন থেকে মিনিস্টার এওয়ার্ড এর কম্যান্ডেড ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। এ ছাড়া সপ্নীল ২০১৭ সালে বাংলাদেশী দুটো সংগঠন থেকে দুটো ট্যালেন্ট এওয়ার্ডও অর্জন করে। লেখাপড়ার পাশাপাশি নাবিলা ও সপ্নীল আকাশ আনোয়ার পরিচালিত ‘বাংলা একাডেমি অস্ট্রেলিয়া’ বাংলা স্কুলের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখছে।



সেরা মা নির্বাচিত করায় নুসরাত জাহান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তাঁর দুসন্তানের সাফল্যধারা বজায় রাখার ব্যাপারে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশী কমিউনিটির অন্যান্য মায়েরাও তাদের সন্তানদেরকে স্কুলের শিক্ষার পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখে প্রবাসেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার আন্দোলনে এগিয়ে আসবেন – এ আশাবাদ ব্যক্ত করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top