সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ নির্মানের জন্য ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৯ ০৬:০৮

আপডেট:
৮ মে ২০২৪ ০০:৫৪

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ নির্মানের জন্য ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত

গত ১৩ই অক্টোবর সিডনির রকডেলে রেডরোজ হলে অনুষ্ঠিত হলো সিডনির দ্বিতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনুমেন্টের ফান্ড রেইজিং ডিনার। প্রায় ৩৫ হাজার ডলার সংগ্রহে পুরো সিডনির দেশপ্রেমিক বাঙ্গালীরা ঝাপিয়ে পড়েছিলেন এই সমন্বিত কাজে। স্মৃতির মিনার গড়তে হবে, পৃথিবির সব জাতিতে জানিয়ে দিতে হবে লড়াকু বাঙ্গালীর আত্মমর্যাদা আর অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস, এতো মানবজাতিরই ইতিহাস।



এই কাজটি নেতৃত্ব দিয়েছেন কেন্টারবুরী-ব্যাঙ্কসটাউনের নির্বাচিত কাউন্সিলর নাজমুল হুদা। কাউন্সিলর নাজমুল হুদা ও কেন্টারবুরী-ব্যাঙ্কসটাউনের নির্বাচিত কাউন্সিলর শাহে জামান টিটো, মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামিম, সিডনির বাংলা হাবের মুনীর হোসেইন ও সিডনির সমাজসেবক লিঙ্কন শফিকুল্লাহ। গত ১৩ ই অক্টোবর ২০১৯ হল ভর্তি সমাবেশে একত্রিত হয়েছিলেন সারা সিডনির প্রায় সব বাংলাদেশী সংগঠন ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ। কেন্টারবুরী ব্যাঙ্কসটাউন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর কাল আসফুর, স্টেট শোফি কোটসি এমপি, বাংলাদেশের হাই কমিশনার সুফিউর রহমানের উপস্থিতি ও বক্তব্যে সিডনির ইদানিংকালের সবচেয়ে ফান্ড রেইজিং ইভেন্টটি সফল হয়।  



অতিথিদের স্বাগত জানান ডঃ তানভীর এবং ফান্ড রেইজং ডিনার উপস্থাপনা করেন স্মৃতিসৌধের মুল উদ্যোক্তা কাউন্সিলর নাজমুল হুদা, স্মৃতির মিনারের বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তা মুনীর হোসেইন, প্রভাবশালী কাউন্সিলর ও উদ্যোক্তা শাহে জামান টিটো কাউন্সিলের কাজের বিস্তারিত তুলে ধরেন, উদ্যোক্তা আব্দুল্লাহ আল নোমান শামীম ৫২-এর ভাষা আন্দোলনের সাথে এই মিনারের সম্পর্ক নিয়ে বিস্তারিত বলেন। এসময় উদ্যোক্তা লিঙ্কন শফিকুল্লাহ প্রবাসীদের নিয়ে এই সমন্নিত প্রয়াসের আলোচনা উপস্থাপনা করেন। উল্লেখ্য, ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সহায়তায় ডিনার প্রোগামটি সফলতায় পরিনত হয়। এসময় ডঃ আয়াজ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। সুন্দর ব্যানারের জন্য টাচ প্রিন্টিং ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিল্পীদের ধন্যবাদ দেয়া হয়। রেড রোজ সেন্টারকে এই প্রোগ্রামটির একজন স্পন্সর হওয়ার জন্য, সেই সাথে সমগ্র সিডনির সর্বস্তরের সবাইকে তাদের মুল্যবান অবদানের জন্য শ্রদ্ধার সাথে উল্লেখ করেন বক্তারা।





মুলত কেন্টারবুরী-ব্যাঙ্কসটাউন কাউন্সিলের উদ্যোগে এই প্রক্রিয়ারকে সামনে নিয়ে এসে পাঁচজনের ক্রমাগত প্রয়াসে এই অনবদ্য কাজটি সফলতার মুখ দেখে ৭ মাস পরে। প্রধান অতিথির ভাষনে বাংলাদেশের মান্যবর হাই কমিশনার বলেন, ‘ভাষাযোদ্ধাদের এই অনবদ্য কাজে ও সিডনির সফল এই কাজে আবারো এটি প্রমান হলো, বাঙ্গালী ঐক্যবদ্ধ তাঁর দেশ, ঐতিহ্য ও অহঙ্কারের অবস্থান থেকে।‘ এসময় সিডনির বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



উল্লেখ্য যে, এই শহীদ মিনারটি সিডনিতে ভাষা দিবসের উপর দ্বিতীয় প্রয়াস, এর আগে ২০০৬ সালে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির এশফীল্ড পার্কে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনুমেন্ট তৈরী হয়। -সংবাদ বিজ্ঞপ্তি


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top