সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


সিডনি তে প্রথম অস্ট্রেলিয়ান বাংলাদেশী ব্যাডমিন্টন সুপার সিরিজ ২০১৯ আগামী ১৭ নভেম্বর


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৯ ১৮:৫২

আপডেট:
৭ মে ২০২৪ ১৫:৫২

সিডনি তে প্রথম  অস্ট্রেলিয়ান বাংলাদেশী ব্যাডমিন্টন সুপার সিরিজ ২০১৯  আগামী ১৭ নভেম্বর

আগামী 17th নভেম্বর সিডনি’র Tempe ( Robyn Webster Sports Center ) এ জাকজমকপূর্ণ ভাবে শুরু হতে যাচ্ছে “Australian Bangladeshi Badminton Super Series 2019” (Men’s Doubles only)। আশা করা যাচ্ছে ৫০ টির ও বেশি বাংলাদেশী টীম ২ টি শ্রেণীতে বিভক্ত হয়ে এই টুর্নামেন্ট এ অংশগ্রহণ করবে ।



এই টুর্নামেন্ট এ OPEN GROUP এ যে কোনো বয়সের বাংলাদেশী প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে। এছাড়া এই প্রথমবারের মতো চল্লির্শোর্ধ বয়সের ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য আলাদা SENIOR GROUP করা হচ্ছে । তবে চল্লির্শোর্ধ প্লেয়ার চাইলে উভয় গ্রুপ অথবা যেকোনো একটি গ্রুপ এ অংশগ্রহণ করতে পারবে।



টুর্নামেন্ট এ ওপেন গ্রুপ ও চল্লির্শোর্ধ গ্রুপ এর চ্যাম্পিয়ন , রানার আপ ও সেমিফাইনালিস্ট এর জন্য ট্রফি , মেডেল সহ সর্বমোট $৩০০০ পুরস্কারের ব্যবস্থা থাকছে।



এই টুর্নামেন্ট এ অংশগ্রহণ যে কোনো বাংলাদেশী ব্যাডমিন্টন প্লেয়ার এর জন্য উন্মুক্ত এবং এন্ট্রি ফী প্লেয়ার প্রতি মাত্র $৫০ । টুর্নামেন্ট এ অংশগ্রহণ এর জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ 10th নভেম্বর 2019 ।



টুর্নামেন্ট এ এন্ট্রি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন :



Tutul 0405148838 or 0469307372

Bappy 0452473131 or Wrubel 0416345681



টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার ও সার্বিক সহযোগিতায় থাকছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব ।



সংবাদ বিজ্ঞপ্তি


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top