সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


সিডনির মিউজিক ফেস্ট সন্ধ্যায় দর্শক মাতালেন অর্ণব-মাইলস্


প্রকাশিত:
২২ অক্টোবর ২০১৯ ০৬:২২

আপডেট:
৭ মে ২০২৪ ২২:২২

সিডনির মিউজিক ফেস্ট সন্ধ্যায় দর্শক মাতালেন অর্ণব-মাইলস্

গত  ১৯ অক্টোবর, সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে   ‘মিউজিক ফেস্ট-২০১৯’ নামে মনোজ্ঞ সঙ্গীতের আয়োজন করে সিডনির স্বনামধন্য ইভেন্ট অর্গানাইজার গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট।। এতে সংগীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অর্ণব ও  বাংলাদেশের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস‌ । অনুষ্ঠানে অর্ণব ও মাইলস‌ একের পর এক পছন্দের গান পরিবেশন করে।





অর্ণবের গান মানেই ভিন্ন কিছু। শ্রোতাপ্রিয় এ গায়ক সিডনিতে প্রথমবার গাইলেন। মাতালেন তার গানে গানে সুরে সুরে। অর্ণব তার প্রিয় সব গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন কয়েক ঘণ্টা। প্রথমে শুরু করেন আয়নাবাজি ছবির গান দিয়ে, এরপর অর্ণব গেয়ে শোনান তার অসম্ভব জনপ্রিয় গান ‘হোক কলরব, ভুলগুলো সব লাল না হয়ে নীল হল ক্যান।’ শেষ দিকে অর্ণব তার বন্ধু হাসিব মিলে আইয়ুব বাচ্চু ও জেমসের   জনপ্রিয় গান করেন। 





অন্যদিকে  শুরুতেই মাইলস তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানায়। শুরু করে জ্বালা জ্বালা....এরপর ‘আধার নদী চলে’, ‘হারানো স্মৃতি’, ‘শেষ বিকেলের আলো’, ‘প্রিয়তমা ’,‘ফিরিয়ে দাও আমার এ প্রেম তুমি’… জনপ্রিয় এসব সঙ্গীত পরিবেশন করে  দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন ব্যান্ড দলের শিল্পীরা।





আয়োজকরা জানিয়েছেন  প্রত্যাশিত দর্শকের চেয়েও বেশি দর্শক টিকিট কেটে মিউজিক ফেস্ট-২০১৯-এর অনুষ্ঠানটি উপভোগ করেছেন। মাইলস্ ব্যান্ডের সবাই এবং অর্ণবও দারুণ খুশি প্রবাসে এমন দর্শক সমাগম দেখতে পেরে। এমনকি অনুষ্ঠানে অনেকেই পরিবারের সবাইকে নিয়ে যোগদান করেছেন, বাদ যায়নি ছোট্ট শিশুরাও। এই কনসার্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল দশকের পর দশক ধরে কয়েক প্রজন্মের দর্শকদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখা 'মাইলস' ব্যান্ডের ৪০ বছরে পদার্পণ।



মিউজিক ফেস্ট-এর আয়োজক এনামুল হক বলেন, প্রবাসী বাঙালিদের মধ্যে যে উৎফুল্লতা আমরা দেখেছি তাতে আমরা সত্যি অভিভূত। আমি মনে করি প্রত্যাশার চেয়েও আমরা বেশি সফল।





আরেক আয়োজক ফয়সাল আজাদ বলেন, আমাদের খুবই ভালো লাগছে যে, মিউজিক ফেস্টটি আমরা সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি, এ জন্য বিপুল দর্শক ও শিল্পীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি সামনে আরো বড় ধরণের আয়োজন করতে পারবো।





এ ছাড়া মিরাজ হোসেন যিনি মিউজিক ফেস্ট-এর আরেক আয়োজক তিনি বলেন, এ বছরের মিউজিক ফেস্টের যে সফলতা তা ভাষায় প্রকাশ করার মত নয়। বিশেষ করে দর্শক সমাগম পূর্বের যে কোনো আয়োজনের চেয়ে ছিলো অনেক বেশি। এ জন্য আমরা প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top