সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


চুয়েটিয়ান্স ইন অস্ট্রেলিয়া আয়োজিত কমিউনিটি ইভেন্ট অনুষ্ঠিত


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ১৯:০২

আপডেট:
৭ মে ২০২৪ ১৭:০০

চুয়েটিয়ান্স ইন অস্ট্রেলিয়া আয়োজিত কমিউনিটি ইভেন্ট অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া প্রবাসী চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন চুয়েটিয়ান্স ইন অস্ট্রলিয়া ইনক্‌ আয়োজিত কমিউনিটি ইভেন্ট ২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল ৩রা নভেম্বর ২০১৯ রবিবার। সিডনীস্থ কারস্‌ বুশ পার্ক এ  সকাল ৮টা থেকে আয়োজক কমিটি সদস্য, স্বেচ্ছাসেবকগণ জড়ো হতে থাকেন। বেলা ১০টা থেকে লোক সমাগম বাড়তে থাকে। শুধু সিডনীই নয় মেলবোর্ন , ক্যানবেরা থেকেও চুয়েটিয়ানরা প্রানের টানে চলে আসতে থাকেন। এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ড. নিয়াজ শেখ এবং জিএস সাজ্জাদ জিতু স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।  উপস্থিত সবাই সকালের চা নাশতা সেরে, গল্পে আড্ডায় চুয়েট জীবনের স্মৃতিচারন করেন। সকালের ইভেন্ট এ কেরম, লুডু, বাচ্চাদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, মার্বেল দৌড় আয়োজন করা হয়। প্রতিযোগী সকল বাচ্চাকে পুরস্কৃত করা হয়। ছেলেদের বিশেষ আকর্ষন ক্রিকেট খেলায় সিনিয়র দল জুনিয়র দলকে পরাজিত করে। বেলা ২ টায় দুপুরের খাবার পরিবেশন করা হয়। এর পর বিকালের পর্বে চলে মহিলাদের পিলো পাসিং এর আদলে ফুটবল পাসিং এর তুমুল প্রতিযোগিতামূলক পর্ব। বিকেলে ফুটবল খেলা, গান, অভিনয় এর পাশাপাশি ছোলা, মিষ্টি, ঝাল্মুড়ি ইত্যাদি দেশীয় খাবার দাবার পরিবেশন করা হয়।  



আবুল হোসেন (সাবু) এর প্রানবন্ত উপস্থাপনা এবং গিয়াসউদ্দিন মাহমুদের চমৎকার ধারাবিবরনী অনুষ্ঠানটিকে আরও আকর্ষনীয় করে তোলে। অনুষ্ঠান এর মূল উদ্দেশ্য ছিল, ব্যাক্তিগত এবং পারিবারিক ভাবে সবার সংগে একটি সম্পর্ক উন্নয়ন করা, অস্ট্রেলিয়া তে বেড়ে ওঠা বাচ্চাদের কে বাংলাদেশী খেলা, গান, সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানো। অনুষ্ঠান সুন্দর ভাবে আয়োজনে সার্বিক দায়িত্ব পালনের জন্য ২০০১ ব্যাচের সাবু, ১৯৯৮ ব্যাচের নাজিম, ২০০২ ব্যাচের মাসুদ, তৌহিদ, ২০০৫ ব্যাচের তারিকুল, সুসান, ২০০৬ ব্যাচের মোর্শেদ, ২০০৯ ব্যাচের হিমেল সহ সকল স্বেচ্ছাসেবকগণ কে উপস্থিত সবাই ধন্যবাদ জানান। আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসতে থাকে, ভাংগতে থাকে মিলন মেলা। এরকম আয়োজন আরও ঘন ঘন করার তাগিদে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top