সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


ফিফার ফেসবুক পেজে ‌‌‌‌‘বাংলাদেশ’


প্রকাশিত:
৯ জুলাই ২০১৮ ১৪:০১

আপডেট:
৯ মে ২০২৪ ১২:১২

ফিফার ফেসবুক পেজে ‌‌‌‌‘বাংলাদেশ’

বিশ্বকাপ উন্মাদনা এখন বিশ্বের সবখানে। দেখতে দেখতে বিশ্বকাপ চলে এসেছে শেষের দিকে। কারও পছন্দের দল রয়ে গেছে, কারো আবার হেরে গেছে।



তবুও যেন খেলা দেখা বন্ধ হয়নি কারো। অন্য দেশের মতো বাংলাদেশও কাঁপছে বিশ্বকাপ জ্বরে। তবে, ফাইনালের মধ্য দিয়ে ১৫ জুলাই পর্দা নামছে রাশিয়া বিশ্বকাপের।



এবার শুধু এশিয়া নয়, পুরো বিশ্বকাপজুড়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসা দেখানোর ব্যবস্থা করলো ফিফা। ফেসবুকে বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে পোস্ট করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।



বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৫টার সময় বাংলাদেশের পুরান ঢাকার ‘ওয়ার্ল্ড কাপ গোল-ই ফেস্ট-২০১৮’ এর তিনটি ছবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার একটি ছবি পোস্ট করে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি, যেটি ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ হিসেবে পরিচিত। ইতোমধ্যে কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তায় সয়লাব পুরো পোস্টটি।



ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top