সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


গভীর সুড়ঙ্গপথে বাংলাদেশ ও নেপাল খুব দ্রুতই যুক্ত হতে চলেছে


প্রকাশিত:
১ মে ২০১৮ ২৩:৩৯

আপডেট:
৯ মে ২০২৪ ২২:১৫

গভীর সুড়ঙ্গপথে  বাংলাদেশ ও নেপাল খুব দ্রুতই যুক্ত হতে চলেছে

গভীর সুড়ঙ্গপথে খুব দ্রুতই যুক্ত হতে চলেছে বাংলাদেশ ও নেপাল। কাঠমান্ডুতে অনুষ্ঠিত চীন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ছোট ও মাঝারি আকারের এন্টারপ্রাইজগুলোর তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী, মাত্রিকা প্রসাদ যাদব জানিয়েছেন, বাংলাদেশের সাথে নেপালের মধ্যে সবচেয়ে কম দীর্ঘ রুটের পাশাপাশি খুব দ্রুতই এই সুরঙ্গ নির্মাণ হবে।



সুরঙ্গ নির্মাণ এর প্রয়োজনীতা ও কার্যকারিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, নেপাল একটি স্থলবেষ্টিত ও কম উন্নত দেশ। বৈশ্বিক রাস্তা সংযোগের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া তাদের জন্য কঠিন। এ বিষয়ে তিনি, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দেশ দু’টি পানিপথে যুক্ত হওয়া বিষয়ক সমঝোতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, চীনের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে নেপালের। তিনি দক্ষিণ এশীয় দেশগুলোকে নেপালে বিনিয়োগ করার আহবান জানান।



নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী, মাত্রিকা প্রসাদ যাদব বলেন, দক্ষিণ এশীয়া সকল দেশের জন্য অভিন্ন বাজারে পরিণত হয়েছে। কিন্তু, অন্যান্য দেশে বাজারে স্থান করে নিতে পারেনি। ফুলতে থাকা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আমাদেরকে অবশ্যই আমাদের পণ্যের প্রচারণা চালানো উচিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top