সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


জিম্বাবুয়ের বিপক্ষে জয় ‘ভুল আত্মবিশ্বাস নয়’


প্রকাশিত:
৯ মে ২০২৪ ১৭:২৫

আপডেট:
২০ মে ২০২৪ ১৬:২০


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজ নিয়ে অনেক প্রশ্নের সামনেই পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। বিশেষ করে এই সিরিজকে যখন বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ধরা হচ্ছে।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলে উল্টো ভুল আত্মবিশ্বাস তৈরি হচ্ছে কি না সেই আলোচনাটাই বেশি সামনে আসছে। এর মধ্যে অবশ্য চট্টগ্রামে প্রথম তিন টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।


আগামীকাল চতুর্থ ম্যাচ মিরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, এই সিরিজ ভুল আত্মবিশ্বাস তৈরি করছে না।
তাসকিন বলেছেন, ‘আসলে ভুল আত্মবিশ্বাস না। ভালো করলে যেকোনো জায়গায়ই আত্মবিশ্বাস বাড়ে।


হ্যাঁ, হয়তো আমরা জানি না যুক্তরাষ্ট্রের কন্ডিশন কেমন হবে। বেশির ভাগ ড্রপ ইন উইকেটে খেলা হতে পারে। আমাদের বেশির ভাগ খেলোয়াড়েরই যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা কম। মানিয়ে নিতে হবে।

এখন বাংলাদেশে খেলছি, খেলতে তো হবে। কন্ডিশন তো আমরা বদলাতে পারব না।’
তবে আরেকটু স্পোর্টিং কন্ডিশনে খেলতে পারলে ভালো হতো বলে মনে করেন তাসকিন, ‘যদি আরেকটু স্পোর্টিং কন্ডিশন হতো, তাহলে হয়তো ভালো হতো। তবু আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। আরেকটা জিনিস, যখন যুক্তরাষ্ট্রে যাব, তখন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।


একটা ভালো দিক হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের তিনটা ম্যাচ আছে। এটা সম্পূর্ণ কন্ডিশনের ওপর নির্ভর করবে। কিছু উইকেটে চার ওভারে ৪০ রান হয়তো ভালো, কিছু উইকেটে ৪ ওভারে ৩০।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top