সিডনী শনিবার, ৫ই অক্টোবর ২০২৪, ২০শে আশ্বিন ১৪৩১


মুজিব বর্ষ উপলক্ষে নানান আয়োজনে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০১৯ ২১:১০

আপডেট:
১০ ডিসেম্বর ২০১৯ ২২:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ

প্রভাত ফেরী ডেস্ক: মিরপুরের সবুজ গালিচার মঞ্চের দু’পাশের জায়ান্টস্ক্রিনে ভেসে উঠছে হাজার বছেরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ ‍মজিবুর রহমানের পোর্টরেইট। যেন না থেকেও আছেন লাল সবুজের এই রুপকার। নিজের জন্মশত বার্ষিকীর প্রাক্কালে বিসিবির বর্ণাঢ্য এই আয়োজন যেন তিনি দেখছেন। তাকে স্মরণে রেখেই শুরু হল বিপিএল উদ্বোধনী কনসার্ট। যে ক্রিকেট এই মুহুর্তে বাংলাদেশের সবচাইতে বড় বিজ্ঞাপন সেই ক্রিকেটকে ঘিরেই শুরু হল জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন।

বাংলা গান গেয়ে সবাইকে অবাক করেন সনু নিগম

যাকে নিয়ে এ আয়োজন সেই বঙ্গবন্ধু কি উদ্বোধনী অনুষ্ঠানে না থাকলে হয়! এটা হয়তো ভালোভাবে বুঝতে পেরেছিলেন সনু নিগম। মঞ্চের সামনে সবাইকে অবাক করে দিয়ে গাইলেন ‘শোনও একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট বক্সে বসে আপ্লুত হয়ে পড়লেন। এমনই চমক আর উচ্ছ্বাসে ভরা উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলো বিপিএলের মাঠের লড়াইয়ের আগে।

রবিবার উদ্ধোধনী অনুষ্ঠান শুরু হয়েছিল ‘ডি-রকস্টার’ শুভ ও ‘পাওয়ার ভয়েস’ তারকা রেশমি মির্জার গানে। এরপর সংগীত পরিবেশন করেন নগরবাউল জেমস। তবে প্রত্যাশা পূরণ না করে মাত্র চারটি গানেই শেষ করেন তার পর্ব। তার বিখ্যাত গান সুলতানা-বিবিয়ানা দিয়ে মঞ্চ মাতানো শুরু করেছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছেন নগর বাউল গুরু জেমস

এরপর সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন ঘোষণার সময় সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সব দর্শককে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট সফল হোক, স্বার্থক হোক, একই সঙ্গে এই আয়োজনের সফলতা কামনা করে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

এরপরে, রাত পৌনে ৮টায় ছিলো সনু নিগামের পরিবেশনা। ৮টা ৩৫ মিনিটে ছিলো লেজার শো, ৯টায় গান গাইলেন কৈলাস খের। সাড়ে ৯টায় মঞ্চে উঠলেন ক্যাটরিনা কাইফ। ৩০ মিনিট চললো এ বলিউড তারকার পারফরম্যান্স। ১০টায় মঞ্চ মাতালেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গে সালমানের ডুয়েট পারফরম্যান্সে শেষ হয় বঙ্গবন্ধু বিপিএলের আয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top