Campbelltown Eagles Sports Gala Night 2025 সফলভাবে সম্পন্ন


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৫ ১৭:০৯

আপডেট:
২৪ অক্টোবর ২০২৫ ২০:০৯

ছবি : সংগৃহীত
 
Campbelltown Eagles Sports-এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও স্মরণীয় সন্ধ্যা — “Campbelltown Eagles Sports Gala Night 2025”, গত ১৬ অক্টোবর ২০২৫, Jamider Bari, Minto-তে।
 
অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, যিনি গালা নাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম মজুমদার (পুলক) ও সহ-সভাপতি শফিক ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের সকল অংশগ্রহণকারীদের পদক প্রদান করেন। এ সময় তাঁদের সহযোগিতা করেন ক্লাবের পরিচালক ফাহিম হাসেম এবং পরিচালক ও কোষাধ্যক্ষ মঈন আহমেদ।
 
 
সংক্ষিপ্ত বিরতির পর অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ — Cr. মাসুদ চৌধুরী, Cr. আশ রহমান, মজনুন মিজান, সাংবাদিক নাইম আবদুল্লাহ, ক্লাব অ্যাম্বাসেডর ও বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস প্রমুখ।
 
 
ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মেহেদী খান Campbelltown Eagles Sports-এর যাত্রাপথ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, যেখানে তিনি ক্লাবের লক্ষ্য ও কমিউনিটির প্রতি প্রতিশ্রুতির দিকগুলো তুলে ধরেন। তিনি স্পন্সর সাদিক করিম, Raine & Horne, Bardia-কে তাঁর সমর্থনের জন্যও ধন্যবাদ জানান।
 
 
এরপর অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণী পর্ব —
???? Badminton Cup Champion: Bade Miya Chote Miya (হামজা ও শাদিক)
???? Badminton Cup Runner-Up: Goosebumps (শফিউল ও তানভীর)
???? Badminton Plate Champion: TNT (তাহমিদ ও তাওহিদ)
???? Badminton Plate Runner-Up: Shuttle Stallions (কবীর ও কনক)
???? Cricket Champion: Eagles Red
???? Cricket Runner-Up: Eagles Blue
 
ট্রফি প্রদান করেন কমিউনিটি নেতৃবৃন্দ ও ক্লাব অ্যাম্বাসেডর ইমরুল কায়েস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক আসিফ মাহমুদ ও ফয়সাল সিদ্দিকী।
 
 
কমিউনিটি নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে Campbelltown Eagles Sports-এর নিরলস প্রচেষ্টা, সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার প্রসারে অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান।
 
অনুষ্ঠানের শেষাংশে পরিবেশন করা হয় সুস্বাদু নৈশভোজ, যা সৌহার্দ্য, আনন্দ ও বন্ধুত্বের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। ক্লাবের সভাপতি পুলক সকল অতিথি, সদস্য, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top