সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়া পুনর্মিলনী ২০২৫: স্মৃতি, আনন্দ ও পারিবারিক উৎসবের একদিন


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫ ১৪:৫৮

আপডেট:
২৮ অক্টোবর ২০২৫ ১৫:০১

প্রাক্তন শিক্ষার্থীরা পরিবারসহ অংশ নেবেন সিডনির একদিনব্যাপী অনুষ্ঠানে
সিডনি, অস্ট্রেলিয়া – অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (DRMC) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া আগামী শনিবার, ৮ নভেম্বর ২০২৫, সিডনির Greg Percival Community Centre, ইনগলবার্ন-এ তাদের বহুল প্রতীক্ষিত “রেমিয়ানস অস্ট্রেলিয়া পুনর্মিলনী ২০২৫” আয়োজন করবে।
 
এই একদিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা পরিবার-পরিজনসহ অংশ নেবেন। অনুষ্ঠানটি ভরপুর থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের বিনোদনমূলক কার্যক্রম, প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় এবং কলেজ জীবনের স্মৃতিচারণায়।
 
রেমিয়ানস অস্ট্রেলিয়ার সভাপতি ডাঃ মোহাম্মদ শাহরিয়ার বলেন,
“রেমিয়ানদের এই পুনর্মিলনী শুধু একটি সামাজিক আয়োজন নয়, এটি প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। আমাদের আশা এই বন্ধন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে। প্রতি বছর রেমিয়ানদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে। এবারের আয়োজন আরও বৈচিত্র্যময় এবং পারিবারিক পরিবেশে সাজানো হয়েছে।”
 
রেজিস্ট্রেশন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং শেষ তারিখ ৩০শে অক্টোবর। আগ্রহীরা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানের সময়সূচি ও স্থান:
 
তারিখ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫
সময়: সকাল ১১:৩০ – বিকেল ৫টা
স্থান: Greg Percival Community Centre, Cnr Oxford & Cumberland Rd, Ingleburn NSW 2565
 
বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:
Remians Australia Facebook Group
Remians Australia Facebook Page

বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top