সিডনী শুক্রবার, ১৭ই জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ ১৪৩১


দুই দিনের সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
১৯ মে ২০২৪ ১৫:১৮

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৫ ১৮:৩০


দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। আগামী ২১-২২ মে সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরের সময় পে‌নি ওং প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।


এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পেনির এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা, ব্লু-ইকোনোমিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু উঠে আসবে আলোচনার টেবিলে।

এর আগে ২০১৯ সালে তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বাংলাদেশ সফর করেন।


মেরিস পেইনের সফরটি ছিল দীর্ঘ ২১ বছর পর দেশটির কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top