সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


রাজনীতিতে কি ফিরছেন সোহেল তাজ ?


প্রকাশিত:
১ জুন ২০১৮ ১৪:৪১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪২

রাজনীতিতে কি ফিরছেন সোহেল তাজ ?

 





 



মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ দীর্ঘিদন রাজনীতি থেকে দূরে আছেন। বাস করছেন যুক্তরাষ্টে।  সোহেল তাজ  রাজনীতিতে ফিরছেন,  এ গুঞ্জনও অনেকদিনের। তবে তিনি তা স্বীকার করেননি। এবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সোহেল তাজ নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।



বৃহস্পতিবার  ফেসবুকে তেমনি এক স্ট্যাটাসে প্রকাশ করে যুবসমাজের জন্য কিছু করার আভাস দেন তিনি। তবে কী করতে চান তা প্রকাশ করেননি।



বিকাল ৩টার দিকে দেয়া স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কি করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কি-না। অনেক চিন্তা-ভাবনা করে একটা সমাধান পেয়েছি- ঈদের পর জানাবো!’ সোহেল তাজ বেশিরভাগ সময়ই দেশে থাকেন জানিয়ে ওই স্ট্যাটাসে আরো বলেন, ‘অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিৎ- আমি বেশির ভাগ সময়ই দেশে থাকি।’ 

 

সোহেল তাজের এই স্ট্যাটাস মুহূর্তেই কয়েক হাজার লাইক ও কমেন্ট পড়েছে। রাজনীতি-বিমুখ এই মানুষটিকে রাজনীতিতে ফিরে আসতে অনুরোধ করেছেন অনেকে। তরুণ ও যুবকদের মধ্যে তুমুল জনপ্রিয় প্রয়াত চার নেতার একজন তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীনের সন্তান সোহেল তাজের সেই চমকের জন্য ঈদ পর্যন্তই অপেক্ষায় থাকতে হচ্ছে আপাতত।”


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top