সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


বাফুফের সভাপতি নির্বাচনে রুহুল আমিনকে প্রার্থী ঘোষণা


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৮

ফাইল ছবি

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চার মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। আগামী ২৬ অক্টোবর ফেডারেশনের পরবর্তী নির্বাচন হবে। এতে প্রতিদ্বন্দ্বীতা করবেন না তিনি। নতুন সভাপতি হতে ফুটবল সংগঠক ও ব্যবসায়ী তরফদার রুহুল আমিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঐক্যমতের ভিত্তিতে রোববার অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন সভাপতি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন। এতে সম্মতি জানান তরফদার রুহুল আমিন। প্রার্থীতা ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম। যার অর্থ তরফদারের প্রতি তার সমর্থন আছে।

প্রার্থীতা ঘোষণা অনুষ্ঠানে তপন বলেন, ‘জেলা ও ক্লাবগুলোর পক্ষ থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী ঘোষণা করা হচ্ছে।’ ঘোষণায় সম্মতি দিয়ে রুহুল আমিন বলেন, ‘যে ঘোষণা তারা দিয়েছেন, আমি তা সাদরে গ্রহণ করলাম। আমি নির্বাচিত হলে ফুটবলকে এসি রুমে রাখবো না।’

তরফদার রুহুল আমিন একজন ব্যবসায়ী। ২০১৫ সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হয়ে ফুটবলে সম্পৃক্ত হন তিনি। পেশাদার সাইফ স্পোর্টিং ক্লাব গড়ে তোলেন তিনি। ২০২২ সাল পর্যন্ত ফুটবলে অনেক বিনিয়োগ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য জেলা ও বিভাগীয় অ্যাসোসিয়েশনের খেলা পরিচালনা করা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top