সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


সারাদেশে বন্দুকযুদ্ধে চিকিৎসকের খুনি ও মাদক ব্যবসায়ীসহ নিহত ৩


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ২৩:১৯

আপডেট:
১২ মে ২০২৪ ০৬:৫৮

সারাদেশে বন্দুকযুদ্ধে চিকিৎসকের খুনি ও মাদক ব্যবসায়ীসহ নিহত ৩

প্রভাত ফেরী ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজার এবং নওগাঁয় র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ তিনজন নিহত হয়েছেন।



আজ বুধবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে র‍্যাবের সঙ্গে, প্রায় একই সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পুলিশের সঙ্গে এবং নওগাঁর পত্নীতলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে এসব 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।



সীতাকুণ্ডে বন্দুকযুদ্ধে চিকিৎসকের খুনি নিহত



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক সম্প্রতি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চলন্ত গাড়িতে চিকিৎসক শাহ আলমকে খুন করে বলে দাবি র‌্যাবের।



বুধবার (২৩ অক্টোবর) ভোরে সীতাকুণ্ডের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। বন্দুকযুদ্ধে মৃত যুবকের নাম নাজির আহমেদ সুমন (২৬)। সে চিকিৎসক শাহ আলমকে হত্যায় জড়িত ছিনতাইকারী দলের প্রধান বলে জানিয়েছে র‌্যাব।



র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তলসহ ২টি আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া নাজিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।



টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত



টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ সেলিম প্রকাশ সলিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।



বুধবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার হোয়াইক্যংয়ের কেরুনতলী পাহাড়ে এঘটনা ঘটে।



এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ছয় রাউন্ড তাজা কার্তুজ, সাতটি গুলির খোসা ও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ সেলিম হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার কবির হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে একটি ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিলেন বলেও দাবি পুলিশের।



এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আটক করার পর রাতে সেলিমকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



অপরদিকে, নওগাঁর পত্নীতলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মেহেদী হাসান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ‌আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।



নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া এ তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top