সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


৫২’র প্রথম শহীদ মিনার স্থায়ী রূপ পাচ্ছে


প্রকাশিত:
৯ জুন ২০১৮ ১৪:১৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫০

৫২’র প্রথম শহীদ মিনার স্থায়ী রূপ পাচ্ছে

রাজশাহী কলেজ হোস্টেলের সামনে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় নির্মিত শহীদ মিনারটি স্থায়ী রূপ পাচ্ছে। বলা হয়ে থাকে তৎকালীন কাঁদা-মাটি ও ইট-সুরকি দিয়ে তৈরি দেশের প্রথম শহীদ মিনার এটি। যদিও জাতীয়ভাবে এখনো তার স্বীকৃতি মিলেনি। সেই সময় কাঁদা-মাটির তৈরী এই শহীদ মিনারটি তৈরির পরপরই ভাষা আন্দোলনের বিরোধীরা তা ভেঙ্গে গুড়িয়ে দেয়।



ভাষা আন্দেলনের ৬৬ বছর অতিক্রান্ত হলেও সেখানে স্থায়ী শহীদ মিনার নির্মাণের কোন উদ্যোগ কেউ গ্রহণ করেনি। অবশেষে সেই কাজটিই করছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।



সুদৃশ্য এই শহীদ মিনারটির উচ্চতা হবে মাটি থেকে ৫৫ ফুট। এতে থাকবে তিনটি পিলার। বড় পিলারটির উচ্চতা হবে ৫৫ ফিট। এটি হবে সিলভার কালারের। মধ্যম ও ছোট পিলারের উচ্চতা হবে যথাক্রমে ৪০ ফিট ও ৩০ ফিট। মধ্যম ও ছোট পিলার দু’টি পোড়ামাটির রঙে হবে। শহীদ মিনারে বেদীতে ইতিহাস ও ঐতিহ্য লিপিবদ্ধ থাকবে।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top