সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


কর্ণফুলীতে পর্যটকবাহী জাহাজে আগুন


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২০ ২৩:১৮

আপডেট:
৮ জানুয়ারী ২০২০ ০৫:০৬

আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

প্রভাত ফেরী ডেস্ক: কর্ণফুলী উপজেলার ইছানগরে একটি ডকইয়ার্ডে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পর্যটকবাহী একটি জাহাজের। এলসিটি কাজল নামের এই জাহাজটি সেন্টমার্টিন-টেকনাফে চলাচল করে। মেরামতের জন্য তিন মাস আগে ডকইয়ার্ডে আনা হয়।

সোমবার সকাল সাড়ে ৯টায় জাহাজটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে জাহাজটির সবকয়টি কেবিনসহ ভেতরে পুড়ে গিয়ে আড়াই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জাহাজ মাস্টার দাবি করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল ডকইয়ার্ডে জাহাজটি মেরামত করা হচ্ছিল। মেরামত কাজের শেষ পর্যায়ে ওয়েল্ডিং করার সময় আগুন লেগে যায়। খবর পেয়ে আগ্রাবাদ থেকে অগ্নিনির্বাপক টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top