সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২০ ২২:০০

আপডেট:
১৯ মে ২০২৪ ১০:১৩

প্রতীকী ছবি

প্রভাত ফেরী ডেস্ক: গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে যশোরের অভয়নগরে অজ্ঞাতপরিচয় ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটায় অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের কাছে এমন ঘটনা ঘটে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ভোরে পিকআপ ভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন লোক ওই এলাকায় আসে। এক ব্যক্তির গোয়াল ঘরে হানা দেয়। এসময় তারা যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে হানা দিলে খোরশেদ টের পেয়ে চিৎকার দেন। তারা চিৎকারে এলাকার লোকজন চোর ধরতে বাইরে বেরিয়ে আসে।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরুচোর আসেন। তারা খোরশেদ আলীর বাড়ির গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করেন। এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া করে এবং তাদের ধরতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেন। এরপর এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন এক গরুচোর।

মসজিদ মাইক থেকেও চোর ধরতে ঘোষণা দেওয়া হয়। এলাকাবাসী ধাওয়া করে সন্দেহভাজন ৩ জনকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে দুই জন, আর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top