সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


সারাদেশে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৯


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২০ ০০:১৪

আপডেট:
১৯ মে ২০২৪ ১২:২৩

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। সোমবার এসব দুর্ঘটনা ঘটে। সারাদেশের জেলাভিত্তিক খবর-

সিলেট : সিলেটের বিশ্বনাথে লেগুনার ধাক্কায় শোভন নন্দী (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি এমসি কলেজের শিক্ষার্থী। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকাশ ঘোষ (১৭) নামে ওই কলেজের আরেক শিক্ষার্থী। উপজেলার দিঘলী কাজিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় পাওয়ার টিলারের চাপায় হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল ১০টায় পৌর শহরের মসজিদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হোসেন মসজিদপাড়া এলাকার মো. মুছা মিয়ার ছেলে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে নিজের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মো. হাবেল (২৪) নামের এক হেলপারের। ভোর ৫টার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সেবা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মো. হাবেল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রূপশান্তি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

নওগাঁ : নওগাঁর পোরশায় ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রলিতে থাকা জুয়েল (২৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় মজিবর রহমান (৪০) নামে একজন আহত হয়েছেন। নিহত জুয়েল উপজেলার মিছিরা মলপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং আহত মজিবর একই গ্রামের মৃত সোবহানের ছেলে।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় দুলাল উদ্দিন (৪০) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবার বাকসাতরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল উদ্দিন উপজেলার সাতেঙ্গা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের খাজুরা এলাকায় টেম্পো উল্টে গিয়ে ফ্রেশ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সবুর খান (৪৫) নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সবুর খান সদর উপজেলার কিফাইত নগর এলাকার মৃত সৈয়দ আলী খানের ছেলে।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে বাসচাপায় অঞ্জু রানী দাস (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিকালে পৌরসভার বাজার এলাকার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। অঞ্জু রানী দাস কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র দাসের স্ত্রী। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top