সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় জেলায়


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২০ ২২:০৪

আপডেট:
১৯ মে ২০২৪ ০৯:৫৭

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: পঞ্চগড়ে সপ্তাহে টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত মঙ্গলবারের তুলনায় বুধবার দুপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলে সকালে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

গত সোমবার এক দিনের ব্যবধানে সকালে জেলা তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের তুলনায় সর্বনিম্ন ছিল।

পঞ্চগড়-তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, বধুবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, পঞ্চগড় জেলায় হিমালয় কাছে হওয়ার কারণে হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ঘটে। ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পায় এবং তাপমাত্রা নিচের দিকে চলে আসে। জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা থাকবে।

হাড় কাঁপানো শীতের তীব্রতায় উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় কনকনে শীত তীব্র হওয়ায় অনেকটা বিপাকে পড়েছে বৃদ্ধ ও কমলমতি শিশুরা। প্রতিদিন বাড়ছে ডায়রিয়া, সর্দি, কাশি, জ¦র, বৃদ্ধদের হাঁপানি ও শ্বাসকষ্ট।

শহরের বাইরে গ্রাম অঞ্চলগুলোতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র কনকনে শীতের কারণে ঘরের বাইরে চলাফেরা করতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষকে। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে বাড়ির আঙিনায় আগুনের তাপ গ্রহণ করে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে এলাকার হতদরিদ্র মানুষ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top