সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মুজিব বর্ষে ৭০০ থানায় চারটি করে হেলপ ডেস্ক স্থাপন : পুলিশ মহাপরিদর্শক


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২০ ২২:৩৯

আপডেট:
১৯ মে ২০২৪ ১৪:১৭

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিব বর্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেলপ ডেস্ক স্থাপন করা হবে। তিনি বলেন, গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে দুই কোটি কল করেছে সেবা প্রত্যাশীরা। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এই সেবা আরও প্রসারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

মুজিব বর্ষে দেশের সব থানায় নতুন গাড়ি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যারাকের উন্নয়ন করা হচ্ছে। সিলেট পুলিশ লাইন্সে রোববার দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে তিনি সিলেট পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন করেন। পরে বেলুন উড়িয়ে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন এবং পরবর্তী সময়ে অগ্নিশিখা প্রজ্বালন করেন আইজিপি।

এর আগে দুপুর সাড়ে ১২টায় সিলেট এসে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সিলেটের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top