সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কাটা হাত জোড়া লাগলো চমেক চিকিৎসকরা


প্রকাশিত:
১২ জুন ২০১৮ ১০:৫৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৯

কাটা হাত জোড়া লাগলো  চমেক চিকিৎসকরা

অস্ত্রোপচারের মাধ্যমে কাটা হাত জোড়া লাগিয়ে অসামান্য সাফল্য লাভ করলেন বাংলাদেশি এক শল্য চিকিৎসক। গত ৪ জুন ডা. রেজা ফারুকীর নেতৃত্বে একদল চিকিৎসক আব্দুস সালাম নামের এক ব্যক্তির কাটা হাত জোড়া দিতে সক্ষম হন।



শরীর থেকে বিচ্ছিন্ন প্রায় বাম হাতের অর্ধাংশ প্রায় নয় ঘণ্টা পর শরীরে পুনরায় জোড়া লাগানো হয়। এই অস্ত্রোপচারে ১৩ ঘণ্টা সময় লেগেছিল।



ডা. রেজা ফারুকী চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের চিকিৎসক।



গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের আকবরশাহ থানার সিটি গেটের সামনে আব্দুস সালাম নামের এক ব্যক্তি রাস্তার পাশে আলাপরত অবস্থায় ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাতিজা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে আব্দুস সালামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয় এবং ডান হাতের কিছু অংশ ও বাম হাতের তালুসহ প্রায় সম্পূর্ণ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।



স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তারপর চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় এনে স্থানীয় একটি ক্লিনিকে অস্ত্রোপচার চালানো হয়। বর্তমানে আব্দুস সালাম সুস্থ আছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top