সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষনা


প্রকাশিত:
১৩ জুন ২০১৮ ০৯:৫৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৩

তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষনা

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। বুধবার ইসি আনুষ্ঠানিকভাবে এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। এই সিদ্ধান্ত আগে নেয়া হলেও আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।



আগামী ৩০ জুলাই এই তিন  সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।তফসিল অনুযায়ী, ২৮ জুন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন বাছাইয়ের তারিখ - জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ জুলাই। এরপর ভোট ৩০ জুলাই।



খুলনা ও গাজীপুরের মত রাজশাহী, বরিশাল ও সিলেটেও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সংশ্লিষ্ট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। এই সিটি নির্বাচনের পর চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করতে হবে ইসিকে।



প্রসঙ্গত, এই তিন সিটির আগে ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুরে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা আটকে গিয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top