সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


কাতার প্রবাসীরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশে আসতে পারবে


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৪

আপডেট:
২১ মে ২০২৪ ১০:২৫

কাতার প্রবাসীরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশে আসতে পারবে

নিয়োগকর্তার কোনো ধরনের অনুমতি ছাড়াই, নিজেদের সুবিধামতো সমেয়ে চাইলেই দেশে ফিরতে পারবেন কাতার প্রবাসীরা। মঙ্গলবার(৫সেপ্টেম্বর) কাতার বাসস্থান আইনে এ-সংক্রান্ত একটি সংশোধন নিয়ে আসায় কাতার ত্যাগে প্রবাসীদের আর বাধা-নিষেধ থাকল না। খবর স্ক্রল ডট ইন এর। 



আগে কাতার ত্যাগে নিয়োগকর্তার অনুমতি নেয়ার বিষয়ে বাধ্যবাধকতা ছিল। শ্রমিক অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে এ আইনের সংশোধন দাবি করে আসছিলেন।



কাতারের এ উদ্যোগকে ‘যুগান্তকারী পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আইএলও’র দোহা অফিসের প্রধান হাওতান হোমায়ুনপোর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আইএলও বাসস্থান আইনের সংশোধনকে স্বাগত জানায়। এ আইন সংশোধনের ফলে কাতারে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওপর প্রত্যক্ষ ও ইতিবাচক প্রভাব ফেলবে।’



বাসস্থান আইনের সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছে কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কাতার নিউজ এজেন্সি’। সংস্থাটি জানিয়েছে, কাতারে গমন, বহির্গমন ও প্রবাসীদের বসবাসের বিষয় সংক্রান্ত আইনের কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে।



গ্যাস-সমৃদ্ধ কাতারে ২০ লাখের বেশি প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছে। এর মধ্যে ১৬ লাখই এশীয়। দেশটির মোট শ্রমিকের ৪০ ভাগ নির্মাণ কাজে জড়িত।



খবরে বলা হয়েছে, শ্রমিকদের দেশত্যাগের বিষয়টি ছাড়াও নির্দিষ্ট বেতন কাঠামো ও অভিযোগ জানানোর পদ্ধতির বিষয়েও পরিবর্তন আনতে যাচ্ছে কাতার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top