সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


বাংলাদেশে নতুন ছয়টি ভিসা আবেদন কেন্দ্র চালু করবে ভারতীয় হাইকমিশন


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০১৯ ০০:২০

আপডেট:
২১ মে ২০২৪ ০৪:২৮

বাংলাদেশে নতুন ছয়টি ভিসা আবেদন কেন্দ্র চালু করবে ভারতীয় হাইকমিশন

ভারত ও বাংলাদেশের মানুষের মাঝে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশে ছয়টি ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে ভারতীয় হাইকমিশন।



 



৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার নিজস্ব ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে ভারতীয় হাইকমিশন।



 



বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জানুয়ারি ২০১৯ থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি ২০১৯ থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ছয়টি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হতে যাচ্ছে। প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।



 



এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে। এই ছয়টি নতুন ভিসা আবেদন কেন্দ্র যোগ হলে মোট সংখ্যা হবে ১৫টি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top