সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


রাশিয়ায় ফিনল্যান্ড-ডেনমার্ক দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ


প্রকাশিত:
১৮ মে ২০২৩ ২২:২২

আপডেট:
১৮ মে ২০২৪ ০০:৩৪

 

রাশিয়ায় ফিনিশ দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফিনল্যান্ড পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতিকে গুরুতর বলে বর্ণনা করা হয়েছে। এ ছাড়া রাশিয়ায় ডেনিশ দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

তবে গতকাল ১৭ মে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাশিয়ায় সুইডিশ দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টগুলো এখনো জব্দ করা হয়নি। জব্দকৃত অ্যাকাউন্টের সিদ্ধান্ত মস্কোতে ফিনিশ দূতাবাস এবং সেন্ট পিটার্সবার্গে ফিনিশ কনস্যুলেট জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানায় রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার দাবি অনুযায়ী এটি একটি পাল্টাপাল্টি ব্যবস্থা। উল্লেখ্য যে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে রাশিয়ান দূতাবাসে অর্থের প্রবাহ সীমিত করার জন্য ফিনল্যান্ড যে বিধি-নিষেধ চালু করেছিল, তা উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাওয়ার কারণে পাল্টা জবাব হিসেবে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে বলে ফিনিশ সংবাদ সংস্থা এসটিটি জানায়।

ইউরোপীয় এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো রেকজাভি বিস্ময় প্রকাশ করে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এটি একটি অতিরঞ্জিত প্রতিক্রিয়া ছাড়া কিছুই নয়।

এ ছাড়া রাশিয়ায় ডেনিশ দূতাবাসের অ্যাকাউন্ট গত বছরের গ্রীষ্ম থেকে বন্ধ রয়েছে। গত বুধবার ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি লিখিত নিশ্চিতকরণ পাওয়ার পর ডেনিশ বার্তা সংস্থা রিতজাউ এই খবর প্রকাশ করে। ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, ‘গত গ্রীষ্ম থেকে, রাশিয়ায় অবস্থিত ডেনিশ দূতাবাসটি রুশ কর্তৃপক্ষের ব্যাপক বিধি-নিষেধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এরই জের হিসেবে ডেনিশ দূতাবাসকে ব্যাংকিং পরিষেবা ব্যবহারে বাধা দিয়েছে, যা বর্তমানেও চলমান।’ ফলে বিভিন্ন ধরনের বিল এবং কর্মচারীদের বেতন পরিশোধের জন্য ফিনিশ এবং ডেনিশ দূতাবাসগুলো নগদ অর্থ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো সাংবাদিকদের বলেছেন, ফিনল্যান্ড এ বিষয়ে মস্কোকে একটি আনুষ্ঠানিক নোট পাঠিয়েছে, কারণ এই নিষেধাজ্ঞাগুলো ‘ভিয়েনা কনভেনশনের’ চুক্তি লঙ্ঘন করেছে। তিনি আরো বলেন, ফিনিশ সরকারকে গত ২৭ এপ্রিল ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দের বিষয়টি অবহিত করেছিল রাশিয়া। তিনি যোগ করে বলেন যে ইইউর অন্য দেশগুলো এই একই জাতীয় সমস্যার সম্মুখীন হয়েছে, যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে হাভিস্টো হতাশা ব্যক্ত করে বলেন, রাশিয়া কর্তৃক ফিনল্যান্ডের বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞাগুলো অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কঠোর।

ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ফলে রাশিয়ায় ফিনল্যান্ডের দুটি অতিরিক্ত কনস্যুলার বিভাগ বন্ধ করে দিতে বাধ্য হয়। গত জানুয়ারিতে মুরমানস্কের একটি অফিস- এবং কারেলিয়ার পেট্রোজাভোডস্কে অপর একটি অফিস এপ্রিল মাসে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল বলে ফিনল্যান্ডের পররাষ্ট্র দপ্তর জানায়।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম সংবাদমাধ্যম টিটিকে জানান, ‘সুইডেনের দূতাবাসগুলোর অ্যাকাউন্ট এখনো সচল রয়েছে। যদি সাহায্যের প্রয়োজন হয় এবং সাহায্য চাইলে ফিনল্যান্ডকে আমরা অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top