সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


গ্রিসে নৌকা উল্টে মৃত অভিবাসীর সংখ্যা বেড়ে ৭৯


প্রকাশিত:
১৫ জুন ২০২৩ ২৩:১২

আপডেট:
১৫ জুন ২০২৩ ২৩:১২

 

গ্রিসের দক্ষিণ উপকূলে শরণার্থী এবং অভিবাসীদের বহনকারী একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জন হয়েছে। আরো অনেকে নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। এই নৌকাডুবির ঘটনাটি এ বছরের সবচেয়ে খারাপ দুর্ঘটনার মধ্যে একটি।

গ্রিক কোস্ট গার্ড বুধবার এক বিবৃতিতে বলেছে, জাহাজটি পেলোপোনিজ উপকূল থেকে পাইলোসের ৪৭ নটিক্যাল মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়।
স্থানটি ভূমধ্যসাগরের গভীরতম অঞ্চলগুলোর কাছাকাছি।

উদ্ধারকারীরা মিসরীয়, সিরিয়ান, পাকিস্তানি, আফগান, ফিলিস্তিনিসহ ১০৪ জন অভিবাসীকে বাঁচিয়েছে এবং ৭৯ জনের লাশ উদ্ধার করেছে। জীবিতদের সন্ধানে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত অনুসন্ধান অব্যাহত ছিল। গ্রিক কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস আলেক্সিউ রাষ্ট্রীয় ইআরটি টিভিকে বলেছেন, ‘এটি ভূমধ্যসাগরে এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযানের মধ্যে একটি।

তিনি বলেন, ‘আমরা অভিবাসীদের উদ্ধারকাজ বন্ধ করব না।’ দক্ষিণের বন্দরনগরী কালামাতার ডেপুটি মেয়র আইওনিস জাফিরোপোলোস জানান, জীবিতদের তথ্য নির্দেশ করে জাহাজে ৫০০ জনেরও বেশি মানুষ ছিল। ছয়টি কোস্ট গার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক পরিবহন এবং একটি বিমানবাহিনীর হেলিকপ্টার পাশাপাশি বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ রাতভর নিখোঁজদের সন্ধানে অংশ নিয়েছে। উপকূলরক্ষীদের প্রকাশিত বিধ্বস্ত নীল জাহাজের একটি ছবিতে প্রচুরসংখ্যক মানুষকে ডেকজুড়ে বসে থাকতে দেখা গেছে।

কোস্ট গার্ডের মুখপাত্র অ্যালেক্সিউ রাষ্ট্রীয় ইআরটি টিভিকে বলেছেন, ২৫ থেকে ৩০ মিটার (৮০ থেকে ১০০ ফুট) নৌকাটি হঠাৎ করে একপাশে বেঁকে গিয়ে ডুবে যায়।

তিনি বলেন, ‘নৌকাটির ডেক মানুষে পূর্ণ ছিল এবং আমাদের ধারণা, নৌকাটির ভেতরও পূর্ণ ছিল। দেখে মনে হচ্ছে, নৌকাটিতে গাদাগাদি করে থাকা মানুষের অবস্থানের পরিবর্তনের ফলে নৌকাটি উল্টে গেছে।’ গ্রিসের তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ইলিয়াস সিয়াকান্তারিস ইআরটিকে বলেছেন, গ্রিক কর্তৃপক্ষ নৌকাটিতে আনুমানিক ৭০০-৭৫০ জন মানুষ থাকার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top