সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


চীনের প্রভাব মোকাবেলায় ভিয়েতনাম সফরে বাইডেন


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪২

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪২


ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন শেষে ভিয়েতনাম সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছবেন।

নিউ মেক্সিকোতে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, 'আমি শিগগিরই ভিয়েতনাম সফরে যাচ্ছি, কারণ দেশটি আমাদের মধ্যকার বিদ্যমান সম্পর্কের আরো ইতিবাচক পরিবর্তন করতে এবং অংশীদার হতে চায়।'

যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।


এই সম্পর্ক ক্রমশ আরো বৃদ্ধি পাচ্ছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক আরো গভীর করতে পারে। দক্ষিণ চীন সাগরে চীনের জোরালো দাবি নিয়ে বেইজিংয়ের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভিয়েতনাম ও ফিলিপাইনের বছরের পর বছর বিরোধ বাড়ছে।
হ্যানয়ে বাইডেনকে স্বাগত জানাবেন ভিয়েতনামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ত্রং।


সেখান থেকে কমিউনিস্ট পার্টির প্রধান কার্যালয়ে যাবেন দুই নেতা এবং সেখানেই তাঁরা বৈঠকে বসবেন। এই সফরে বাইডেনের পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও যাচ্ছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top