সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


আফগান উদ্বাস্তুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পাকিস্তান


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩ ১৭:০৬

আপডেট:
১৭ মে ২০২৪ ১৯:৪৭

 

পাকিস্তানে অবস্থানরত আফগান উদ্বাস্তুদের দেশে পাঠানোর ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে। পাকিস্তান কর্তৃপক্ষ আফগানদের বাড়িঘর ভেঙে তাদের সরে যেতে বাধ্য করেছে বলে আফগানিস্তানের তোলো নিউজ অভিযোগ করেছে।

হাজি নজর নামে পাকিস্তানভিত্তিক এক আফগান উদ্বাস্তু বলেন, আফগানদের উদ্বাস্তু ক্যাম্পগুলো বলপূর্বক গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

অধিকন্তু আফগান রিফিউজিস কাউন্সিল ইন পাকিস্তানও অভিযোগ করেছে, বিভিন্ন স্থানে আফগান উদ্বাস্তদের বাড়িঘর ভেঙে দেয়া হচ্ছে।

তবে তোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার জোর দিয়ে বলেছেন যে আফগান উদ্বাস্তুদের দেশে পাঠিয়ে দেয়ার অর্থ আফগানিস্তানের সাথে সম্পর্ক অবসান করা নয়।

তবে তালেবান বলেছে, আফগান উদ্বাস্তুদের সাথে এ ধরনের অসদাচরণ পাকিস্তানের সাথে সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান উদ্বাস্তুদরে গ্রেফতার উভয় দেশের কারো জন্যই কল্যাণকর হতে নাও পারে। দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তান ও পাকিস্তান এবং উভয় দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে। পাকিস্তান সরকারের উচিত হবে এব্যাপারে যত্নশীল হওয়া।

তোলো নিউজ জানিয়েছে, গত সপ্তাহে আফগানিস্তান থেকৈ ৮০০ পরিবার আফগানিস্তানে ফিরেছে।

এদিকে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের দমন অভিযানের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, কেবল অবৈধ আফগান অভিবাসীদের বিরুদ্ধেই নয়, সেইসাথে বৈধভাবে বসবাসরতদের বিরুদ্ধেও দমননীতি অনুসরণ করা হচ্ছে।

ডন জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী বৈধ নথিপত্র ছাড়াই বসবাস করার কারণে ১৭ শ'র বেশি আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top