সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


আফগান সীমান্ত বন্ধ : আটকা পড়ল অভিবাসীরা


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৩ ১৭:৪২

আপডেট:
১৭ মে ২০২৪ ২১:৩৪

 

আফগান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই তুর্খাম সীমান্ত বন্ধ করে দেয়ায় নারী ও শিশুসহ অনেক আফগান অভিবাসীকে কয়েক ঘণ্টা পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়েছে। অবশ্য, পাকিস্তান সীমান্ত কর্তৃপক্ষ তাদেরকে মধ্যরাতে তাদের এলাকায় নিয়ে যায়।

জানা গেছে, পাকিস্তান কর্তৃপক্ষ অবৈধ আফগান নাগরিকদের প্রত্যাবাসন করার প্রক্রিয়া চালাচ্ছিল। এসব আফগান প্রক্রিয়া সম্পন্ন করে আফগানিস্তানে প্রবেশ করার সময় সন্ধ্যা ৭টায় সীমান্ত বন্ধ করে দেয়া হয়। ফলে ২৮৪ ব্যক্তি সীমান্ত ক্রসিংয়ে আটকা পড়ে।


পাকিস্তান কর্তৃপক্ষের এক কর্মর্কতার উদ্ধৃতি দিয়ে ডন পত্রিকা জানায়, তারা তাদের পরিকল্পনা অনুযায়ীই কাজ করছিলেন। তারা জানতেন যে সীমান্ত খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। কিন্তু ৭টায় বন্ধ করে দেয়ার ফলে প্রায় ৮৯২ জন সীমান্ত ক্রসিংয়ে আটকা পড়ে যায়।

অবশ্য এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা ওই ২৮৪ জনকে সীমান্তে ছেড়ে দেইনি। তবে নিরাপত্তাজনিত কারণে লান্ডি কোটালে ওই সময় এসব লোককে আমাদের কাছে রাখতেও চাইনি। শেষ পর্যন্ত তারা রাতের অন্ধকারে পেশোয়ারে প্রবেশ করে।

ডন পত্রিকায় বলা হয়, ভবিষ্যতে কোনো ঝুঁকি না নিতে প্রত্যাবাসন প্রক্রিয়া বিকেল ৪টার মধ্যেই সম্পন্ন করা হবে।
এতে বলা হয়, কোনো অভিবাসী স্বেচ্ছায় বিকেল ৪টার পর আফগানিস্তানে চলে যেতে চাইলে তাকে হেফাজতে নিয়ে পরের দিন সকালে প্রত্যাবাসন করা হবে।


ডন পত্রিকায় বলা হয়, ৩১ অক্টোবরের সময়সূচি শেষ হয়ে যাওয়ার পর ছয় দিনে তোখাম সীমান্ত দিয়ে স্বেচ্ছায় প্রত্যাবাসন করা হয়েছে ৯,২৯৭ জনের। এর মধ্যে ২,৮৮৩ জন পুরুষ, ২,৩২৫ জন নারী এবং ৪,০৮৯ জন শিশু।

এ নিয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১,৮৪,১৭৪ জন অবৈধ আফগান পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরে গেল। এদের মধ্যে ৫১,৮৫২ জন পুরুষ, ৩৯,৫৫ জন নারী এবং ৯২,৭৬৬ জন শিশু।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top