সিডনী মঙ্গলবার, ২রা জুলাই ২০২৪, ১৮ই আষাঢ় ১৪৩১


বিচ্ছিন্ন হওয়ার দুই মাস ৮ দিন পর চালু হলো সাবমেরিন ক্যাবল


প্রকাশিত:
২৯ জুন ২০২৪ ১৩:১১

আপডেট:
২ জুলাই ২০২৪ ২০:৪৫


দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৫) চালু হলো দুই মাস ৮ দিন পর। গত ১৯ এপ্রিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দীর্ঘসময়ের মধ্যে ক্যাবলটির মেরামত সম্পন্ন হয়েছে এবং সার্কিটগুলো চালু করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসসিপিএলসি।


প্রতিষ্ঠানটির চালনা ও রক্ষণাবেক্ষণ বিভাদের মহাব্যবস্থাপক সাইদুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, গত ১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২ টায় বিএসসিপিএলসি এর আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (এসএমডব্লিউ-৫) সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

এসএমডব্লিউ ৫ কনসোর্টিয়াম কর্তৃক ২৮ জুন সকাল ১০টা ৪০ মিনিটে ক্যাবলটির মেরামত কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়। ইতিমধ্যে বিএসসিপিএলসি’র এসএমডব্লিউ ৫-এর মাধ্যমে সংযোগকৃত সার্কিটগুলো চালু করা হয়েছে।



দীর্ঘসময়ে দেশে ইন্টারনেটে ধীরগতি থাকার কারণে গ্রাহকদের অসুবিধা হওয়ায় দুঃখপ্রকাশ করেছে সরকারি এই প্রতিষ্ঠানটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top