সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে নির্বাচন


প্রকাশিত:
৪ নভেম্বর ২০১৯ ০৩:৫০

আপডেট:
১৩ মে ২০২৪ ১৫:৩৯

জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে নির্বাচন

প্রভাত ফেরী ডেস্ক: ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। দুই সিটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে  কোনো সিদ্ধান্ত হয়নি।



রবিবার ( নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন।



তিনি বলেন, ‘আগামী ১৫ নভেম্বর ঢাকা উত্তর ১৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপযোগী হবে। এরপর যেকোনও সময় নির্বাচনের তফসিল হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, জানুয়ারি মাসের একই দিনে দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



আলমগীর হোসেন বলেন, ‘ডিসেম্বরে জেএসসি, পিইসি বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা এবং ফেব্রুয়ারি পরে এসএসসি-এইচএসসি পরীক্ষা রয়েছে। বিষয় বিবেচনা করে জানুয়ারিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।



সময় জানুয়ারির মাঝামাঝিতে ভোটগ্রহণের ইঙ্গিত দেন তিনি।



ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল এই তিন সিটির নির্বাচন একযোগে সম্পন্ন করা হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের আগস্ট।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top