সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


পাকিস্তানী সুরমা ব্যবহারে অস্ট্রেলিয়ার তিন শিশু অসুস্থ, সতর্কবার্তা জারি


প্রকাশিত:
২৪ জুলাই ২০১৮ ১৪:৪৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৪

পাকিস্তানী সুরমা ব্যবহারে অস্ট্রেলিয়ার তিন শিশু অসুস্থ, সতর্কবার্তা জারি

পাকিস্তানে তৈরি সুরমা চোখে লাগিয়ে অস্ট্রেলিয়ায় তিন শিশু অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসকেরা ওই তিন শিশুর রক্তে সিসা পেয়েছে। ওই সুরমায় বিষাক্ত সিসা রয়েছে উল্লেখ করে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ পাকিস্তানি ওই পণ্যের ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে।



 বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এই সুরমা পাকিস্তানের হাশমি ব্র্যান্ডের। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ এতে ৮৪ শতাংশ সিসার উপস্থিতি পেয়েছে। সঙ্গে অন্যান্য ক্ষতিকর ধাতব উপাদানও রয়েছে। ওই তিন শিশু অসুস্থ হয়ে পড়ার পেছনে এসব ক্ষতিকর পদার্থের প্রভাব রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকার হাশমি ব্র্যান্ডের পণ্যের ওপর জনস্বাস্থ্যবিষয়ক সতর্কবার্তা জারি করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যটি বৈধভাবে অস্ট্রেলিয়ায় আমদানি করা হয়। হাশমি কোহল আসওয়াদ ও হাশমি সুরমি নামের বিশেষ প্রসাধনপণ্য সিডনির ভারতীয় ও পাকিস্তানি দোকানগুলোতে পাওয়া যায়।



চিকিৎসকেরা জানান, যে তিন শিশুর রক্তে সিসা পাওয়া গেছে, তারা প্রত্যেকে ওই সুরমা ব্যবহার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে থাকা প্রতিমন্ত্রী ম্যাট কিন বলেন, তদন্তের পর ধারণা করা হচ্ছে, হাশমি ব্র্যান্ডের সুরমার কারণেই তারা অসুস্থ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পণ্যের প্যাকেটে এটা সিসামুক্ত বলে উল্লেখ করা হয়েছে। অথচ এটা সত্য না।



অস্ট্রেলীয় নাগরিকদের এই পণ্য ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সীমান্ত বাহিনী এ বিষয়টি আরও খতিয়ে দেখবে বলে জানা গেছে।



কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানে তৈরি হাশমি পণ্যের প্রসাধনে সিসা ছাড়াও উচ্চমাত্রার আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও মার্কারি পাওয়া গেছে। এসব উপাদান অল্প মাত্রায় থাকলেও তা শরীরের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। এতে মস্তিষ্ক ও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।



প্রাচীনকাল থেকেই মেকআপে সিসা ব্যবহারের চল রয়েছে। এমনকি সুরমাতেও ব্যবহার করা হয়। সুরমা নামের চোখের এই প্রসাধন বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার করা হয়ে থাকে। 

পণ্য তৈরিতে নির্ধারিত মান রক্ষা না করায় হাশমি ব্র্যান্ডকে জরিমানা গুনতে হতে পারে। নিউ সাউথ ওয়েলস সরকার জানিয়েছে, জরিমানার অঙ্ক আট লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৭৭ লাখ টাকা) হতে পারে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top