সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


কলকাতায় নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:২৭

মনোজ ভার্মা

 

কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ কুমার ভার্মা। মঙ্গলবার বিকেলে তাঁকে নিয়োগ দেওয়া হয় বলে পিটিআইয়ের খবরে বলা হয়।

এর আগে গতকাল সোমবার রাতে আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক করে। মমতার বাসভবন নবান্নে দীর্ঘ ছয় ঘণ্টা ধরে ওই বৈঠক চলে। বৈঠক শেষে নবান্নে স্থানীয় সময় রাত ১২টার দিকে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী।

সেখানেই মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কলকাতা পুলিশের উপকমিশনার (নর্থ) অভিষেক গুপ্তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে।

পিটিআইয়ের খবরে বলা হয়, আজ সেই সিদ্ধান্ত কার্যকর করে স্বপন সোরেনকে অন্তর্বর্তী স্বাস্থ্য অধিকর্তা নিয়োগ করা হয়। তবে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা পদে কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি।

আর জি করের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের শিক্ষানবিশ চিকিৎসকেরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। তাঁদের অন্যতম দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া।

স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রমতে, কলকাতা পুলিশের নতুন কমিশনার মনোজ কুমার ভার্মা এর আগে পশ্চিমবঙ্গে পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

সাবেক পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে পশ্চিমবঙ্গের বিশেষ টাস্কফোর্সের এডিজি এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top