সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


অস্ট্রেলিয়ার জনসংখ্যা আড়াই কোটি ছুঁইয়েছে


প্রকাশিত:
৭ আগস্ট ২০১৮ ১২:২০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৬

অস্ট্রেলিয়ার জনসংখ্যা আড়াই কোটি ছুঁইয়েছে

নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় এক দশক আগেই  অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ ছুঁইয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



মূলত: অভিবাসীদের কারণেই অস্ট্রেলিয়ার জনসংখ্যা দ্রুত বেড়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে।  এতে দেখা গেছে, প্রতি এক মিনিটে একজন ব্যক্তি অস্ট্রেলিয়ায়  বসবাসের জন্য আসেন।  এর ফলে বাড়ি, গাড়ি, স্কুল ও হাসপাতালের চাহিদা বাড়ছে এবং দেশটির অর্থনৈতিক সৌভাগ্য বেড়ে চলছে।



গত জুনে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে দেশটিতে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৮৮ হাজার বা ১ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে ৬২ শতাংশ হচ্ছে অভিবাসী আর ৩৮ শতাংশ হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি (জন্মহার ভিত্তিক)।



সংস্থাটি আরো জানিয়েছে, জনসংখ্যা বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে আগামী তিন বছরে অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটি ৬০ লাখে পৌঁছবে।



পরিসংখ্যানে বলা হয়েছে, গত এক শতকে অস্ট্রেলিয়ার অভিবাসীদের মধ্যে বৃহৎ অংশ এসেছে ভারত, চীন, ব্রিটেন, ফিলিপাইন ও দক্ষিণ আফ্রিকা থেকে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top