সিডনিতে ঈদুল আযহার নামাজের সময়সূচি
প্রকাশিত:
২০ আগস্ট ২০১৮ ১৫:০৬
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:১০

বরাবরের মতো এবার ও সিডনিতে এবারও দুই দিনব্যাপী ঈদুল আযহা উদযাপিত হবে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল’ আগামী ২১ অগাস্ট (মঙ্গলবার) ‘মুন সাইটিং অস্ট্রেলিয়া’র পক্ষ থেকে আগামী ২২ অগাস্ট (বুধবার) ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে।সিডনিতে ঈদের নামাজের জন্য স্থানীয় মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল কিংবা পার্কে সমবেত হবেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। আবার কোথাও অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে একাধিক সময়ে নামাজের আয়োজন করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে মসজিদগুলোতে।
সিডনি প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় গ্রোসারি শপ, মসজিদ কমিটির তত্বাবধানে তাদের কুরবানী সম্পন্ন করবেন। অন্যরা
দলবদ্ধভাবে কোনো ফার্মে গিয়ে তাদের পশু কুরবানী করবেন।
ঈদুল আযহার নামাজের সময়সূচি
১)লাকেম্ব মোসাল্লাহ – সকাল ৭:৩০ ২) পেরিপার্ক স্পোর্টস কমপ্লেক্স (৫৭৫ পান্চবল রোড) -সকাল ৮:৩০ ( ২২ অগাস্ট বুধবার ) ৩) ২২০ লাকিম্বা স্টিট -সকাল ৮:১৫ ( ২২ অগাস্ট বুধবার ) ৪) চুলুরা পাবলিক স্কুল হল – সকাল ৭:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ৫) সারেহিলস্ মসজিদ – সকাল ৮:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ৬) ৩৯ আনউইনস ব্রীজ রোড , সিডনাম – সকাল ৭:৪০ ( ২২ অগাস্ট বুধবার ) ৭) হক্সটন পার্ক বিলাল মসজিদ – সকাল ৭:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ৮) গ্রীনভেলী মসজিদ , ২৬৪ উইলসন রোড- সকাল ৭:৩০ ( ২২ অগাস্ট বুধবার ) ৯) কোগরা এবং রকডেল ( ফ্রাইস রিজার্ভ ওরিলদা ষ্টিট , কোগরা)- সকাল ৭:১৫ ( ২২ অগাস্ট বুধবার ) ১০) টপ রাইড মসজিদ ( ৩ ব্যাক্সল্যান্ড রোড) – সকাল ৭:৩০ ( ২২ অগাস্ট বুধবার ) ১১) সেফটন মসজিদ (১১ হেলেন ষ্টিট) – সকাল ৮:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ১২) মসজিদ আল নুর -সকাল ৭:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ১৩) ৫২ পার্ক রোড অভান -সকাল ৮:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ১৪) মসজিদ কুবা ( ১৯ সানবেল্ট ক্লিসেন্ট, মাউন্ট ডুইট) – সকাল ৭:৩০ ( ২২ অগাস্ট বুধবার ) ১৫) রুটি হিলস মসজিদ – সকাল ৭:৪৫ ( ২২ অগাস্ট বুধবার ) ১৬) কোয়াকারস হিল মসজিদ (৩৭ ডগলাস রোড)- সকাল ৮:৩০ ( ২২ অগাস্ট বুধবার ) ১৭) ব্লাক টাউন ইনটারনেশলাল স্পোর্টস পার্ক ( অলিম্পিক পার্ক , ফিল্ড -১) – সকাল ৮:৪৫ ( ২২ অগাস্ট বুধবার ) ১৮) আল ফয়সাল কলেজ ( ১০ বেনহাম রোড মিন্টু) – সকাল ৭:৩০ ( ২২ অগাস্ট বুধবার ) ১৯) ১/৪২ লেনকাসটার ষ্টিট , ইঙ্গেলবান – সকাল ৮:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ২০) গ্লেন ফিল্ড কমিউনিটি হল ( সেডন পার্ক) – সকাল ৮:০০ (২১ অগাস্ট মঙ্গলবার এবং ২২ অগাস্ট বুধবার ) ২১) ক্যাম্বেলটাউন মসজিদ , ৩২ কুইন স্টিট ( ব্রান্ড অন সেল কারপার্ক ) – সকাল ৭:৩০ ( ২২ অগাস্ট বুধবার ) ২২) মিন্টু মসজিদ ( ৪৪-৪৮ ওয়েস্টমোরল্যান্ড রোড )- সকাল ৭:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ২৩) ইষ্টলেক পার্ক – সকাল ৭:৪৫ ( ২২ অগাস্ট বুধবার ) ২৪)কোয়েকার্স হিল মসজিদ সকাল ৮:৩০মিঃ ( ২২ অগাস্ট বুধবার ) ২৫) হরন্সবি মসজিদ (৭৫ হানটার ষ্টিট) -সকাল ৭:১৫ ( ২২ অগাস্ট বুধবার ) ২৬) আল বাইয়ান রিজেন্স পার্ক ( ২২ অভান রোড) – সকাল ৭:০০ ( ২২ অগাস্ট বুধবার ) ২৭) দার আল মোদ্দারথির ( ৮০ অর্চালিগ ষ্টিট, ইউনোরা) – সকাল ৮:০০ ( ২২ অগাস্ট বুধবার )
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: