সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


শেখ হাসিনাকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর চিঠি


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৩৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৯

শেখ হাসিনাকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্কট মরিসন। উভয় দেশের মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। গতকাল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে গত বছর ১১ শতাংশ বাণিজ্য বেড়েছে। উভয় দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে। এ ছাড়া ৪৯ হাজার প্রবাসী বাংলাদেশি অস্ট্রেলিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চিঠিতে বলেন, বাংলাদেশ রেহিঙ্গা সংকট মোকাবিলা করছে। এ সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া ৭০ মিলিয়ন মার্কিন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করেন স্কট মরিসন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top